স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। যা বর্তমানে বেশ ভালই টিআরপি ফল করেছে।
সম্প্রতি একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যেখানে সূর্যের চেম্বারে এসেছে দীপা। সেখানে দীপা আসা মাত্রই সূর্য দেওয়া টাকা শোধ দিতে এসেছে।
আর এটা শুনে সূর্য বলে দীপা ভালো আর খারাপের মধ্যে এমন ভাবে মাঝে মাঝে জড়িয়ে পড়ে যেও কিছুতেই বেরিয়ে আসতে পারে না। ঠিক তার পরেই রুপা ওর মাকে জিজ্ঞাসা করে রূপার মায়ের হিংসুকুটির জন্য কষ্ট হয় তাই না?
দীপার বাড়িতে এসেছে লাবণ্য ও ছোট কাকি। সেখানে দীপা কে তারা বোঝাচ্ছিল। কিন্তু তখনই রুপা বলে তাহলে তার মাও হিংসা কুটির মা? তখন দীপা বলে হিংসুকুটি তো তাকে মা বলেই ডাকে তাহলে তো মা-ই হলো সে। তখন রুপা বলে কিন্তু তার বাবা কখনোই তাকে ভালোবাসে না সবসময় সে তার মাকে কষ্ট দেয়। উত্তরে দীপা বলে রুপার মাই রুপার সব তাদের আর কাউকে লাগবে না।