সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’। ছবি মোটামুটি ভাল চললেও, ছবির ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি একাধিক অভিযোগ উঠে এসেছে। ‘নির্মাতারা ছবির ব্যবসা নিয়ে কারচুপি করছেন’, এমনই অভিযোগ তুলেছেন এক জনপ্রিয় সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ। বিতর্ক বাড়তেই এ বার বিষয়টি নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক সন্দীপ কেউলানি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সন্দীপ জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। নির্মাতাদের বিরুদ্ধে সিনেমাবোদ্ধারা অভিযোগ তুলেছিলেন ‘ব্লক বুকিং’ নিয়ে। অর্থাৎ কোনও ছবি মুক্তির আগেই প্রযোজনা সংস্থার তরফ থেকে টিকিট কেটে নেওয়া। এই প্রসঙ্গে সন্দীপ বলেন, ‘‘আমরা কোনও রকম ব্লক বুকিং করিনি। দর্শকরা আমাদের ছবিকে ভালবাসছে। মুক্তির ২০ দিন পেরিয়ে গেলেও বক্সঅফিসে ভাল ফল করছে।”
সন্দীপের কথায়, ভবিষ্যতের কথা মাথায় রাখলে ছবির বক্স অফিসের কোনও গুরুত্ব থাকে না। ছবি ভাল হলে দর্শক মনে রাখেন। সেই প্রসঙ্গে তিনি তুলনা টেনেছেন বহু বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘মুন্নাভাই এমবিবিএস’-এর সঙ্গে।