চোখের নিচে কালো দাগ দূর করতে আই প্যাচ এর উপকরণ
(১) গ্রিন টি: গ্রিন টি চোখের ডার্ক সার্কেল এর জন্য বেশ কার্যকরী বলে আমরা সবাই-ই জানি। গ্রিন টি তে প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট এবং ট্যানিন রয়েছে, যা আমাদের চোখের ডার্ক সার্কেল এবং ফোলা ভাব দূর করতে সাহায্য করে।
চোখের নিচে কালো দাগ দূর করতে গ্রিন টি –
(২) অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করে এবং স্কিন সেলসকে সুদিং ফিল দেয়।
চোখের নিচে কালো দাগ দূর করতে অ্যালোভেরা জেল –
(৩) ভিটামিন ই ক্যাপসুল: ভিটামিন ই ডার্ক সার্কেল এবং রিংকেল দূর করতে সাহায্য করে।
চোখের নিচে কালো দাগ দূর করতে ভিটামিন ই ক্যাপসুল –
(৪) আনফ্লেভারড জেলাটিন / আগার আগার পাউডার।
আই প্যাচ বানাতে হলে আমাদের মাত্র ২টি ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপে আমরা আই প্যাচগুলো বানিয়ে নিব। দ্বিতীয় ধাপে বানাবো আই সিরাম।
আই প্যাচ বানাতে প্রথম ধাপ
– চুলায় একটি হাড়িতে ১ কাপ পানি নিয়ে এটি ফুটিয়ে নিন। এর মধ্যে ১ টি গ্রিন টি ব্যাগ নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে লিকার তৈরি হয়।
– এবার গ্রিন টি ব্যাগটি তুলে নিয়ে এর মধ্যে ২-৩ চামচ আনফ্লেভারড জেলাটিন পাউডার বা আগার আগার পাউডার যেটাই আপনার কাছে আছে সেটা পানিতে দিয়ে নিন এবং ভালোমতো মিশিয়ে নিন। জেলাটিন পাউডার যেকোন সুপার শপে কিনতে পাবেন।
– এবার কোনো সমান জায়গাতে একটি প্লাস্টিক পেপার বিছিয়ে নিয়ে এর উপর মিশ্রণটি ঢেলে নিন। ৩-৪ মিনিট অপেক্ষা করুন এটি জমে যাওয়ার জন্যে।
– আমি ছবিতে যেমন করে কেটে দেখিয়েছি সেভাবে আই প্যাচের শেইপে এক টুকরা কাঠবোর্ড কেটে নিন। এই কাঠবোর্ড টিকে জমে যাওয়া জেলাটিন মিশ্রণের উপর রেখে ছুরির সাহায্যে কেটে নিন। এমন করে ২টি আই প্যাচ কেটে প্লাস্টিক থেকে তুলে নিন। ব্যস!!!