শুক্রবার সন্ধেয় মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ে উপলক্ষে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বলিউড ও হলিউডের তারকাদের পারফরম্যান্স ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।
সেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন বিখ্যাত পপ গায়িকা রিহানা। সবুজ বডিকন শিমারি গাউন পরে মঞ্চে উঠেছিলেন তিনি। কিন্তু মঞ্চে নীতা-মুকেশের সঙ্গে নাচ শুরু করতেই বিপত্তি! হঠাৎ করে রিহানার গাউন ফেটে গিয়ে যা-তা অবস্থা হয়।
তবে এই ঘটনায় রিহানার আত্মবিশ্বাসে কোন ফাটল ধরে না। বরং ফেটা গাউন নিয়েই তিনি ফের নেচে-গেয়ে আম্বানিদের আসর জমান। রিহানা তার সুপারহিট গান ‘ডায়মন্ড’, ‘রুড বয়’, ‘পোওর ইট আপ’ গেয়ে সকলকে মুগ্ধ করেন।