কিছুদিন আগেই চতুর্থবার গ্র্যামি জয়ের স্বাদ পেয়েছিলেন স্বনামধন্য শিল্পী শাকিরা। এর মাঝেই শারীরিক অসুস্থতায় ভেঙে পড়লেন গায়িকা। হঠাৎই পেটে অসহ্য যন্ত্রণা। বাতিল করা হল পেরুর অনুষ্ঠান। ঘটনার সূত্রপাত গত ১৫ ফেব্রুয়ারির রাত থেকে। অসহনীয় যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তিনি। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এখন কেমন আছেন তিনি? সমাজমাধ্যমে নিজেই জানালেন শাকিরা।
শাকিরা লেখেন, এই মুহূর্তে হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। গায়িকা নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি,
আমি পেটের ব্যথায় কাতর। এই মুহূসর্তে হাসপাতালে চিকিৎসাধীন আমি। চিকিৎসকেরা জানিয়েছেন এখনই অনুষ্ঠান করার মতো শারীরিক অবস্থা নেই। তাই বাধ্য হয়ে তা বাতিল করছি। সুস্থ হয়ে ওঠার পর অবশ্যই অনুষ্ঠান করব। আমার খুবই দুঃখ হচ্ছে, আপনাদের জন্য অনুষ্ঠানটা করতে পারলাম না। তবে আশা রাখছি, ভবিষ্যতে পেরুর অনুরাগীদের জন্য অনুষ্ঠান করব।”
পাশাপাশি অনুরাগীদের আশ্বস্ত করে তিনি এও লেখেন, “আমি দ্রুত সেরে উঠছি। আমি আপনাদের সকলকে ভালবাসি। আমার পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ।’ সূত্র বলছে, শারীরিক অবস্থার আর অবনতি না ঘটলে খুব শীঘ্রই বাড়ি ফিরবেন তিনি।