অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন কমেনি এখনও। এরই মধ্যে নতুন করে আলোচনায় বচ্চন পরিবার। তবে এ বার বিতর্কের কেন্দ্রে অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দ। মানসিক হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। উত্তর প্রদেশের বদায়ূঁ জেলার দাতাগঞ্জ থানায় দায়ের করা হয়েছে এফআইআর।
অভিযোগ যিনি দায়ের করেছেন, তিনি হলেন পাপড় হামজাপুর গ্রামের বাসিন্দা। নাম জ্ঞানেন্দ্র সিং। কেবল লিখিত অভিযোগই নয়। নিখিন নন্দের বিরুদ্ধে মামলাও ঠুকেছেন তিনি। লিখিত অভিযোগ বলছে, অভিযোগকারীর ভাই জিতেন্দ্র সিং দাতাগঞ্জে একটি ট্র্যাক্টরের এজেন্সি চালাতেন। কর্মসূত্রেই বিক্রি বাড়ানোর জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন সংস্থার সিইও নিখিল নন্দ। তবে তিনি একা নন। রয়েছেন বিভিন্ন পদের অন্যান্য কর্মীও।
বিক্রি বাড়ানোর জন্য চাপ দেওয়ার পাশাপাশি নাকি ধেয়ে আসছিল একের পর এক হুমকিও। কেড়ে নেওয়া হবে ডিলারশিপের শংসাপত্র। হেনস্থা এবং হয়রানির পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় অসহনীয় হয়ে উঠেছিল মানসিক চাপ। ২২ নভেম্বর আত্মহত্যা করেন জিতেন্দ্র। প্রাথমিকভাবে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেই জানান ভাই জ্ঞানেন্দ্র। এর পরেই নিখিল নন্দ-সহ সংস্থার সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে জিতেন্দ্রের আত্মহত্যায় প্ররোচনার জন্য মামলা দায়ের করেন তিনি।