দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ। সেই ইঙ্গিত তাঁর ‘নিউইয়ার’ পোস্টেই পাওয়া গিয়েছিল। তবে এই বার অভিনেত্রীর একটি পোস্ট স্পষ্ট করে দিল সবটা।
২০২৩-এর ১৩ মে, ফরাসি ব্যবসায়ী, মাইকেল ডলানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলি অভিনেত্রী। বিয়ের বছর ঘোরার আগেই ২০২৩-এর অগস্ট মাসে ইলিয়ানার কোলে আসে প্রথম সন্তান। ছেলের নাম কোয়া।
ফের এক বছরের মাথায় সুখবর ‘বরফি’ খ্যাত অভিনেত্রীর জীবনে। মাইকেল এবং ইলিয়ানার দ্বিতীয় সন্তান। সম্প্রতি একটি পোস্টে অভিনেত্রীকে মধ্য রাতে কিছু খাবারের ছবি পোস্ট করতে দেখা যায়।
চিপস এবং চকোলেটের ছবি পোস্ট করে বলি অভিনেত্রী লেখেন “তুমি গর্ভবতী না বলেও, গর্ভবতী হওয়ার কথা বোঝাও।” যা দেখে নেট দুনিয়ার সকলের অনুমান, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী।