আসছে ‘আশিকি’ ছবির তৃতীয় অধ্যায়। প্রকাশ পেল ছবির গানের কিছু ঝলক। এ বার পরিচালক অনুরাগ বসুর ভাবনাকে বাস্তব রূপ দেবেন বলি অভিনেতা কার্তিক আরিয়ান। ‘ভুলভুলিয়া ৩’ খ্যাত নায়কের বিপরীতে এবার অভিনেত্রী শ্রীলীলা।
তবে, প্রথম ঝলকে দেখা গেল না তৃপ্তি ডিমরিকে। এ বার কি অনুরাগ বসুর ছবি থেকে বাদ পড়লেন তৃপ্তি? কী কারণে অনুরাগের ছবিতে ঠাঁই হল না অভিনেত্রীর। যদিও প্রথম ঝলক প্রকাশের পর একথা স্পষ্টত বলা যায়, ছবিতে নায়কের সঙ্গে মুখ্য ভূমিকায় থাকছেন শ্রীলীলা।
২০১৩ সালে এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল মোহিত সুরি পরিচালিত ছবি ‘আশিকি ২’। এ বার বড় পর্দায় ‘আশিকি ৩’ মুক্তি পেতে চলেছে। যা আগাগোড়া একটি রোমান্টিক ছবি।
এদিন কার্তিক সমাজমাধ্যমে শেয়ার করেছেন ছবির গানের ভিডিয়োর কিছু অংশ। ভিডিয়োর একেবারে শুরুতেই দেখা যাচ্ছে, একটি কনসার্টে গলায় গিটার নিয়ে গান গাইছেন কার্তিক। রয়েছে একাধিক রোমান্টিক দৃশ্য। এক কথায়, গোটা ভিডিয়ো জুড়েই অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে প্রেমালাপে মজেছেন অভিনেতা।
চলতি বছরের দীপাবলিতেই আসছে এই ছবি। প্রেমের আবহে কার্তিকের কাছ থেকে এমন উপহার পেয়ে বেজায় খুশি ভক্ত মহল।