অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে খুব ঘটা করে শুরু হয়েছিল প্লাস্টিক বর্জ্য ম্যানেজমেন্ট প্রকল্প। কিন্তু এই মুহূর্তে তা বন্ধের মুখে। যান্ত্রিক কারণে এই প্রকল্প ধুঁকছে বলে অভিযোগ। প্রকল্প শুরুর সময়ই বসানো হয়েছিল শ্রেডিং মেশিন। তবে সেটির কার্যক্ষমতা কম থাকায় তা আর চালানো হয় না। বর্তমানে সেখানে বেইলিং মেশিনের সাহায্যে চাপ দিয়ে প্লাস্টিক বর্জ্য পেস্টিং করে বাইরে পাঠানো হয়। তবে সেই বেইলিং মেশিনেরও কার্যক্ষমতা কম। ফলে পেস্টিংয়ের কাজে আশানুরূপ লাভ হচ্ছে না। ফলে কাজ হারাতে চলেছে বহু শ্রমিক।
এই শ্রেডিং ও বেইলিং মেশিনের সমস্যার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এতে প্রকল্পের মজুরদের মধ্যে হতাশা ছড়িয়েছে। কারখানার সুপারভাইজার মনোহর হোসেনের পরিষ্কার বক্তব্য, দ্রুত মেশিন দুটি পালটানো না হলে তিনি কাজ ছেড়ে দেবেন। প্রকল্পটি বন্ধ হলে এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্তত জনা চল্লিশেক কর্মী কাজ হারাতে পারেন বলে আশঙ্কাও ছড়িয়েছে। এখন দেখার সরকারের পক্ষ থেকে আধুনিকীকরনের কোনো উদ্যোগ নেওয়া হয় কিনা!