বলিউডের ‘রোমান্স কিং’ তিনি। যাঁর দুই হাত প্রসারিত হতেই সকলের মনে ভালবাসার ঢেউ খেলে যায়, তাঁর বাস্তবজীবনে প্রেম কীভাবে এসেছিল জানেন কি? পর্দার বাইরে প্রেমিক হিসাবে কেমন তিনি? আজ, শুক্রবার, প্রেম দিবসে (ভ্যালেন্টাইন্স ডে), ফিরে দেখা যাক গৌরী এবং শাহরুখ খানের প্রেমের শুরুর দিনগুলি।
শাহরুখের বয়স যখন ১৮ বছর, দিল্লির একটি পার্টিতে প্রথম আলাপ গৌরীর সঙ্গে। প্রযোজকের বয়স তখন মাত্র ১৪ বছর। সেই প্রথম দেখা থেকেই প্রেমের সূত্রপাত। বলিপাড়ায় কান পাতলেই, এই চর্চিত জুটির প্রেমকাহিনি শোনা যায়।
এখন তিনি কিং খান হলেও, বরাবরই তিনি লাজুক প্রকৃতির মানুষ। তাই গৌরীর সঙ্গে নাচ করার ইচ্ছা থাকলেও বলে উঠতে পারেননি শাহরুখ। তবে তার কিছু দিনের মধ্যেই গৌরীকে ‘ডেট’-এ যাওয়ার প্রস্তাব দেন বাদশা। কিন্তু, প্রথম বারেই প্রত্যাখ্যাত হন নায়ক। অজুহাত হিসেবে নিজের দাদাকে ‘প্রেমিক’ বলে পরিচয় দেন গৌরী। যদিও কিছু দিনের মধ্যেই সত্যিটা জেনে যান শাহরুখ।
প্রেমের শুরুটা খুব একটা মসৃণ ছিল না তাঁদের। ধর্মের ভেদাভেদের কারণে গৌরী ও শাহরুখকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। গৌরী বুঝতে পারেন, এই সম্পর্ক সুমধুর হবে না। তাই বন্ধুদের সাহায্য নিয়ে মুম্বই চলে যান। কিন্তু হাল ছাড়েননি কিং খান। দিল্লি থেকে মুম্বই গিয়ে ঠিক খুঁজে বার করেন নিজের ভালবাসার মানুষটিকে। দু’জনেই বুঝতে পারেন, একে অপরকে ছেড়ে থাকা অসম্ভব।
ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে শাহরুখকে মেনে নেননি গৌরীর বাবা-মা। তবে শেষমেশ কিন্তু শ্বশুর-শাশুড়ির আশীর্বাদ নিয়েই গৌরীকে ঘরে নিয়ে আসেন বাদশা। বিয়ে হয় ১৯৯১ সালে। বাকিটা তো ইতিহাস। মুম্বইয়ের ‘মন্নত’ প্রাসাদে সন্তানদের নিয়ে বলিউডের রাজা ও রানি সুখে শান্তিতে বসবাস করেন সারাজীবন।