নীল জলরাশি। অসামান্য সুন্দর প্রকৃতির কোলেই প্রেমিককে প্রেম নিবেদন কৌশানি মুখোপাধ্যায়ের। প্রেমের আবহে মনের মানুষকে বলেই ফেললেন মনের কথা। ভালবাসা দিবস উদযাপনে কোথায় পাড়ি দিয়েছিলেন টলি-অভিনেত্রী? নতুনভাবে কার প্রেমেই বা হাবুডুবু খাচ্ছেন তিনি?
টলিপাড়ার বহুল চর্চিত তারকাজুটি তাঁরা। বনি সেনগুপ্তের সঙ্গে কৌশানির প্রেম কারওই অজানা নয়। কিন্তু কথায় আছে, প্রেম যত পুরনো হয়, সম্পর্কের গভীরতাও তত বেড়ে যায়। বনি-কৌশানির প্রেমও ঠিক তাই। বসন্তে প্রেমের আবহে গা ভাসালেন তাঁরাও।
পুরনো প্রেমিক বনির কাছেই জীবনসঙ্গী হওয়ার আবদার জানালেন তিনি। সঙ্গে পোস্ট করলেন তাঁদের কিছু আদুরে মুহূর্তও। গত শুক্রবার, ‘ভ্যালেন্টাইন্স ডে’ উপলক্ষে বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অভিনেত্রী। প্রথম বেশ কয়েকটি ছবি দেখে মনে হচ্ছে, তাঁরা বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে উদযাপন করেছেন প্রেম দিবস। কিন্তু বাকি ছবি সামনে আসতেই বোঝা গেল সব ছবিগুলোই পুরনো। ক্যামেরাবন্দি জমে থাকা স্মৃতিকেই ফিরে দেখলেন তাঁরা।
ছবিগুলো শেয়ার করে বনিকে উদ্দ্যেশ্য করে কৌশানি লিখেছেন, ‘জীবনের ওঠা-পড়াকে সঙ্গে রেখেই, সারাজীবনের জন্য আরও স্মৃতি তৈরি হচ্ছে।’ সেইসঙ্গে বনির প্রতি প্রেম নিবেদন করে তিনি লেখেন, “আমি এখনও তোমায় জিজ্ঞেস করতে পারি, ‘উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন?”
এমন মিষ্টিভাবে প্রেম নিবেদন হবে, আর উত্তর আসবে না তা কি কখনও হতে পারে? ছবির নীচেই বনি উত্তরে লেখেন, ‘বনি সব সময়ের জন্য কৌশানিরই ‘ভ্যালেন্টাইন’।’ সঙ্গে যোগ করতে ভোলেননি, ‘ভালবাসি তোমায়’।