বিনোদন

ভালবাসা দিবসের পরদিনই সুখবর টলিপাড়ায়

ভালবাসা দিবসের পরদিনই সুখবর টলিপাড়ায়। মা হতে চলেছেন পিয়া চক্রবর্তী। পরমব্রত চট্টোপাধ্যায়ের কোলে আসতে চলেছে সন্তান। অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করে নিলেন হবু মা।

 

পরম-পিয়ার ঘরে আসছে সন্তান। হইহই পড়ে গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। আদুরে ছবি পোস্ট করে সুখবর দিয়েছন পিয়া। হাজারও কটাক্ষ, তীর্যক বাক্য ভেদ করে প্রেমের পথ বেছে নিয়েছিলেন তারকাজুটি। সেই পথে এবার নতুন অধ্যায়৷ বাবা-মায়ের ভূমিকা পালনের জন্য প্রস্তুত দম্পতি।

 

২০২৩ সালের ২৭ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন পিয়া এবং টলিপাড়ার হার্ট থ্রব পরমব্রত। কিন্তু তার বছরখানেক আগে গায়ক অনুপম রায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল পিয়াকে। তবে ট্রোল-সংস্কৃতির দিকে কান না দিয়ে তাঁরা একে অপরের হাত ধরেছিলেন এবং সেই বন্ধন যেন আরও দৃঢ় হল এবার।

 

বিয়ের দেড় বছর পর মা হতে চলেছেন পিয়া। সেই খবর নিজের সমাজমাধ্যমে পোস্ট করে পরম-ঘরনি লেখেন “ভ্যালেনটাইন্স ডে পার্টিতে যোগ দিতে একটু দেরি হয়ে গেল, আমরা আসলে ব্যস্ত ছিলাম কিছু বিষয় নিয়ে।” এরপর কিছু ছবি পর পর দিয়ে সেই ছবি গুলোর আখ্যা দিয়ে শেষে সন্তান আসার খবর দেন পিয়া। নিজেদের ছবি, দুই সারমেয় ছবি এবং সবশেষে সন্তান আসার সুখবর পোস্ট করেন সঙ্গীতশিল্পী।

 

পিয়া লেখেন, “১) আমরা, ২) আমাদের বড় সন্তান, নিনা, ৩) আগের বছর এসেছিল বাঘা, ৪)আমাদের একরাশ ভালবাসা বেড়ে উঠছে, খুব শীঘ্রই আমাদের সন্তান (মানবসন্তান) আমাদের মাঝে যোগ দেবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.