বিনোদন

বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানালেন পঙ্কজ ত্রিপাঠী

একটি শো। একটি এপিসোড। একটি বিতর্ক। আর তারপরেই সংবাদমাধ্যমের শিরোনামে রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়না। ‘বাবা-মায়ের সঙ্গম’ নিয়ে প্রশ্নকে কেন্দ্র করেই একের পর এক ধেয়ে আসছে কটাক্ষ। এ বার এই বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানালেন পঙ্কজ ত্রিপাঠী।

 

‘কোনও বিষয়ের উপর বাধা-নিষেধ নেই মানেই কি ইচ্ছে মতো সব কিছু বলা যায়?’, বিতর্ক বাড়তেই প্রশ্ন তুললেন অভিনেতা। সেই সঙ্গে তাঁর অনুমান, খ্যাতির বিড়ম্বনায় বোধ হয় ‘সংবেদনশীলতা’ও কমে আসে মানুষের মধ্যে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, ” এই ইন্টারনেটের দুনিয়ায় প্রতিটা মানুষ নিজের মতামত জানাতে পারছেন সহজেই। সেই সঙ্গে ইন্টারনেটের সাহায্যে দ্রুত জনপ্রিয়তাও ছড়িয়ে পড়ছে। খুব সহজেই মানুষ যশ ও খ্যাতি পায়। কিন্তু সংবেদনশীলতা কোথায়? আদৌ কি তাঁদের যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে? কোনও বাধা নেই বলেই বিনোদনের নামে কি যা খুশি বলে দেওয়া যায়।” পাশাপাশি তিনি আরও যোগ করেন, “আমাদের সমাজের মধ্যে অনেক কিছুই যুক্ত আছে। তবে আমরা যে সমাজে বাস করি, তার সাংস্কৃতিক মূল্যটা আমাদের শেখা উচিত।”

 

অভিনেতার মত্‌ সেন্সরশিপ না থাকার কারণে যা ইচ্ছে সর্বসমক্ষে বলে দেওয়া যায় না। তিনি বলেন, “সেন্সরশিপ নেই বলে কি বিনোদনের নামে যা ইচ্ছে তাই বলা যায়? কোনও অপশব্দ উচ্চারণ করে মজা আসতেই পারে। কিন্তু তার জন্য গর্ব করা মোটেও ঠিক নয়। এই বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই। আজকের যুগে ভাইরাল হওয়ার অর্থ অনেকটাই ভাইরাল অসুখের মতো। সবাই ভাইরাল হতে পারে। কয়েক দিনের জন্য এই সব নিয়ে চর্চা হয়। তার পর আমরা সবাই সবকিছু ভুলে যাই। এখানে কে ঠিক, কে ভুল এই নিয়ে আমি তর্কে যাচ্ছি না। কিন্তু যদি আপনি ক্ষমতাবান হয় এবং আপনার কথার প্রভাব মানুষ বা সমাজের উপর পড়ে, তাহলে যা বলছেন, তার দায়িত্ব আপনারই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.