খেলা

জসপ্রীত বুমরাহ নেই,প্রভাব পড়বে কতটা?

‘এটা ব্যাডমিন্টন, টেনিস বা গলফ নয়।’ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কলকাতায় এসে কপিলদেব মনে করিয়ে দিলেন সে’কথাই। জসপ্রীত বুমরাহ নেই। প্রভাব পড়বে কতটা? এমনটাই জানতে চাওয়া হয়েছিল। তারই উত্তরে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব সটান জানান, ‘এমন একজনকে নিয়ে কেন কথা বলব যে দলে নেই? এটা টিমগেম। দলকে জিততে হবে, কোনও ব্যক্তি বিশেষকে নয়। এটা ব্যাডমিন্টন, টেনিস বা গলফ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা টিমগেম খেলব। দল হিসেবে খেলতে পারল আমরা অবশ্যই জিতব’। প্লেয়ারদের নিয়মিত চোট পাওয়া নিয়ে চিন্তিত বিশ্বকাপজয়ী অধিনায়ক। কপিল বলেন, ‘ক্রিকেটাররা আজকাল এক বছরের মধ্যে ১০ মাস ক্রিকেট খেলে। সেটাই চিন্তার বিষয়। যার ফলে চোট বাড়বেই।’ তাঁর একটাই মত, দলগতভাবে পারফরমেন্স করতে হবে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মত বড় টুর্নামেন্ট জেতা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.