বিনোদন

চোখে চোখে কথা বলো, মুখে কিছু বোলো না… যদিও এই ‘চোখে চোখে’ কথা বেশিদিন থাকেনি গোপনে

চোখে চোখে কথা বলো, মুখে কিছু বোলো না… যদিও এই ‘চোখে চোখে’ কথা বেশিদিন থাকেনি গোপনে। পর্দার ভিতর থেকে ‘রিয়েল লাইফ’ তারকাদের প্রেম জমজমাট! বহু বলিউড তারকাজুটি রয়েছেন, যাঁরা শুটিং ফ্লোরেই সেরে নিয়েছিলেন নিজেদের মন দেওয়া-নেওয়ার পর্ব। এই বছর প্রেমের দিবসে ফিরে দেখা যাক সেই সমস্ত তারকাদের গল্প।

 

 

 

 

রণবীর সিং এবং দীপিকা পাডুকোন- বাস্তবেই যেন ‘রামলীলা’র গল্প। সঞ্জয় লীলা বনসালির শুটিং সেট থেকেই শুরু হয়েছিল ভালবাসার বীজ বপন। যেমন রাজকীয় পরিচালকের ছবির সেট, তেমনই রাজকীয়ভাবে ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। রিল হোক বা রিয়েল, দীপবীরের এই প্রেমের সাক্ষী থেকেছিলেন পরিচালক নিজেই।

 

 

 

 

আলিয়া ভাট এবং রণবীর কাপুর- একেই যেন বলে ভাগ্য! শুরু থেকেই রণবীর কাপুরের প্রতি ভালবাসা উজাড় করে এসেছেন আলিয়া ভাট। বয়সের ফারাক থাকলেও ঋষি-পুত্রের প্রতি তাঁর এক তরফা ভালবাসার কথা জানান দিতে পিছপা হননি আলিয়া। বহু বছর পর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পর্দায় একসঙ্গে ধরা দিয়েছিলেন তারকাজুটি। তারপর আর কী! ২০২২-এ সেই স্বপ্নের পুরুষের সঙ্গেই সোজা ছাদনাতলায় মহেশ-কন্যা।

 

 

 

 

রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা- দীর্ঘদিনের দাম্পত্য। বলিউডের অন্যতম ‘পাওয়ার কপল’ তাঁরা। তবে প্রেমের সূত্রপাত শুটিং ফ্লোর থেকেই। ‘তুঝে মেরি কসম’ ছবির সেটে রিতেশের সঙ্গে প্রথম সাক্ষাৎ খুব একটা ভাল না হলেও পরবর্তীতে তাঁকেই মন দিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা।

 

 

 

 

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা- তথাকথিত ‘বলিউড’ লাভ স্টোরি না হলেও তার থেকে কম কিছুই নয় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার প্রেমের উপাখ্যান। দু’জন দু’ক্ষেত্রের জনপ্রিয় তারকা। কিন্তু প্রথম সাক্ষাৎ একটি স্বনামধন্য শ্যাম্পুর ব্র্যান্ডের বিজ্ঞাপনের ভিডিয়ো শুটিংয়ের সময়। বর্তমানে দুই সন্তানের মা-বাবা তাঁরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.