অফবিট

ভালবাসার রঙে ভরবে আজ গোটা বিশ্ব

আজ, প্রেম দিবস৷ ভালবাসার রঙে ভরবে আজ গোটা বিশ্ব। কিন্তু তার মধ্যেও ভেদাভেদ থাকবেই। কারও জীবনে আসবে প্রেম, কেউ কাটাবেন একা! রাশি অনুযায়ী কেমন কাটবে ২০২৫ সালের প্রেম দিবস?

 

আজ, শুক্রবার নিছকই একটি ‘বার’ নয়। ক্যালেন্ডার অনুযায়ী এ দিন প্রেম দিবস। ভালবাসার সম্পর্কে থাকা সকল মানুষের কাছে ১৪ ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। তবে এই বিশেষ দিন সত্যিই ‘বিশেষ’ভাবে কাটবে তো? কে পাবেন নতুন করে ভালবাসার স্বাদ, কেই বা থাকবেন একা? সমস্ত প্রশ্নের উত্তর জানতে শুনতে হবে জ্যোতিষশাস্ত্রের কথা। রাশি অনুযায়ী কেমন কাটবে চলতি বছরের প্রেম দিবস?

 

মেষ রাশি: কাউকে পছন্দ হয়েছে? দেরি না করে প্রেম দিবসেই জানিয়ে দিন মনের কথা। তার কারণ, মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ কাটতে চলেছে গোটা দিন। প্রেমে না থাকলেও নতুন করে মনের মানুষ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের। তবে বেশি প্রত্যাশা না রাখাই শ্রেয়। পাশাপাশি এড়িয়ে চলতে হবে বচসাও।

 

বৃষ: মনের মানুষের সঙ্গে খোলামেলাভাবে কথা বলুন। সম্পর্কে মান-অভিমান থাকতেই পারে। সঠিক কথোপকথনের মাধ্যমে তা দূর করা সম্ভব। প্রেম দিবস বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য খুব একটা মন্দ নয়।

 

মিথুন: একের পর এক চমকের জন্য প্রস্তুত? মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই প্রেম দিবস হতে চলেছে আর পাঁচটা দিনের থেকে একটু আলাদা। প্রেমে না থাকলেও নতুন করে প্রেমে পড়তেই পারেন! মনের মানুষের সঙ্গে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ঘটতেই পারে। ভেবেচিন্তে কথা বলুন।

 

কর্কট: কাউকে ভাল লাগলে মনের কথা বলে ফেলুন। এটাই সুযোগ। দূরের মানুষদের সঙ্গে যোগাযোগ করুন।

 

সিংহ: ভালবাসায় নিজের সর্বস্ব ঢেলে দিলে তার ফল পাবেনই! তবে নিজের সঙ্গীর সঙ্গে ভেবেচিন্তে এবং ঠান্ডা মাথায় কথা বলুন।

 

কন্যা: গোপনে ভালবাসেন? এই প্রেম দিবসে নিজের মনের কথা জানিয়েই দিন। মনে রাখবেন, ঈশ্বরের আশীর্বাদ সর্বদা সঙ্গে রয়েছে। নিজের মনের মানুষকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন।

 

তুলা ‘লভ ইজ ইন দ্য এয়ার!’ তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই প্রেম দিবস হতে চলেছে বিশেষ ভাবে স্মরণীয়। অবিবাহিত এবং একা মানুষরাও খুঁজে পেতে পারেন তাঁদের জীবনের বিশেষ মানুষটিকে। সম্পর্কে এবং নিজেদের সময় দিন। সব কিছু সঠিক নিয়মেই ঘটবে।

 

বৃশ্চিক: সামনের মানুষটির থেকে কোনও সবুজ সংকেত না এলেও আপনি থেমে থাকবেন না। মনের কথা বলেই দিন। গভীর কথোপকথন এগিয়ে নিয়ে যেতে পারে সম্পর্কের দিক।

 

ধনু: এই রাশির জাতক-জাতিকাদের জন্য ভালই কাটবে আজকের দিন। তবে পছন্দের মানুষের সঙ্গে খুব গভীর কথোপকথনে জড়াবেন না।

 

মকর: নিজের পরিবার এবং পছন্দের মানুষগুলির জন্য সম্পর্কের ক্ষেত্রে সামান্য পরিশ্রম করুন। এই বিশেষ দিনে একে অপরের সঙ্গে বেশ ভালই সময় কাটাতে পারবেন।

 

কুম্ভ রাশি: অবিবাহিতদের জন্যই দারুণ কাটবে এই দিন। অন্য দিকে প্রেমিক-প্রেমিকাদের জন্য রইল টিপস, মনের কথা লুকোবেন না।

 

মীন: মুখ ফুটে না বললেও আপনার পছন্দের মানুষের কাছে কিন্তু আপনিও খুব গুরুত্বপূর্ণ। তাঁদের সঙ্গে সময় বের করে কথা বলুন। অবিবাহিত থেকে শুরু করে বিবাহিত, সকলের জন্যই শুভ দিন এই প্রেম দিবস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.