ভিকি কৌশলের হাত ধরে তীর্থস্থানে রশ্মিকা মন্দনা! ছবি ভাইরাল নেটপাড়ায়। এদিকে ভিকির থেকে একেবারেই চোখ সরাতে পারছেন না দক্ষিণী তারকা। এবার ক্যাটরিনা কইফ নন, ভিকির পুণ্য অর্জনের সঙ্গী রশ্মিকা! ওয়াহেগুরুর আরাধনায় রিল লাইফের স্ত্রী-র সঙ্গে ব্যস্ত বলি অভিনেতা। এদিন রিল লাইফের পত্নী রশ্মিকার সঙ্গে পঞ্জাবের অমৃতসরে অবস্থিত স্বর্ণমন্দিরে ফ্রেমবন্দি হলেন ভিকি।
‘সিকন্দর’ ছবির শুটিংয়ে পায়ে চোট পেয়েছিলেন রশ্মিকা। সারেনি চোট। এদিকে হাতে গোনা আর কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ছাবা’। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। তাই ছবি মুক্তির আগেই আশীর্বাদ চাইতে ওয়াহেগুরুর দ্বারস্থ হলেন ‘ছাবা’ ছবির পুরো টিম।
সম্প্রতি, কিছু ছবি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ভিকি। সেখানে দেখা যাচ্ছে, ভিকির পরনে একটি সাদা রঙের পাঞ্জাবী। চোখে রোদচশমা। মাথায় একটি কমলা রঙের রুমাল বাঁধা।অন্যদিকে রশ্মিকার পরনে গোলাপি রঙের একটি চুড়িদার। মাথায় ওড়না দেওয়া। শুধু তাই নয়, একটি ছবিতে দেখা যাচ্ছে, ভিকির হাত ধরে অভিনেতার দিকে তাকিয়েই প্রাণখোলা হাসি দক্ষিণী তারকার।
চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে, লক্ষ্মণ উতেকর পরিচালিত আসন্ন ছবি ‘ ছাবা ‘। যা মারাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। তবে বেশ কয়েকটি জায়গায় ছবির প্রচারে এসে ভিকি বলেন, “এবার ভালবাসা দিবস নয়, পালিত হবে’ছাবা দিবস’।”