‘বন্ধু কী খবর বল…’ দুই তারকার সাক্ষাৎ জমল যেন কিছুটা এমন ভাবেই। ভারতে শো করতে এসেছেন আর বন্ধুর সঙ্গে দেখা করবেন না, তা কী করে হয়? বেঙ্গালুরু থেকে কলকাতায় পা রেখেই সোজা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে।
বিশ্বখ্যাত পপ তারকা এড শিরন দেখা করলেন অরিজিৎ সিংয়ের সঙ্গে। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি চলল দীর্ঘ কথোপকথন। বিলেত থেকে আসা বন্ধুকে কেমন আপ্যায়ন করলেন গায়ক?
গত বছর সেপ্টেম্বরেই লন্ডনের একটি কনসার্টে একইসঙ্গে মঞ্চ কাঁপিয়েছিলেন এড শিরন এবং অরিজিৎ সিং। দুই তারকার বন্ধুত্ব জমেছিল ভালই। তাঁদের যুগলবন্দিতে মুগ্ধ হয়েছিলেন শ্রোতারাও। এ দিন এড শিরন যাচ্ছিলেন শিলং। তার আগেই সোমবার সকালে অরিজিতের বাড়িতে এসে হাজির হন ব্রিটিশ পপস্টার।
এখানেই শেষ নয়, অরিজিতের সঙ্গে উপভোগ করলেন গঙ্গাবক্ষের সফরও। নিজের স্কুটিতে করে অরিজিৎ নিয়ে যান এড শিরনকে। পড়ন্ত বিকেলের রোদে অরিজিৎ এবং তাঁর একনিষ্ঠ ভক্তের সফরনামার মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে। শিবপুর ঘাট থেকে একসঙ্গে ভাগীরথী বক্ষে নৌকাভ্রমণে বেরিয়েছিলেন তাঁরা। স্থানীয় মানুষদের সঙ্গেই প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে নৌকায় চড়েন দুই তারকা। কিছুক্ষণ সেখানে কাটানোর পর আবার এড শিরন ফিরে আসেন গায়কের বাড়িতেই। সমাজমাধ্যমে ভিডিয়ো এবং ছবি ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে মেতেছেন ভক্তরা। আবারও মঞ্চে এই দু’য়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।