ছেলের সঙ্গে আদুরে ফ্রেমে ধরা দিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। প্রথমবার ক্যামেরার সামনে মায়ের সঙ্গে ফ্রেমবন্দি খুদে। তবে মা না বাবা, কার মতো দেখতে হয়েছে ‘জুনিয়র’?
সম্প্রতি, ছেলের সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন টলি-অভিনেত্রী। সেখানে, দেখা যাচ্ছে অভিনেত্রী চোখ বন্ধ করে উপভোগ করছেন মাতৃত্বের স্বাদ। বুকে আগলে রেখেছেন ছেলেকে। খুদেও অমনই নিশ্চিন্তে মাথা রেখেছে মায়ের কাঁধে। খুদের পরনে নীল রঙের টি-শার্ট। পাশাপাশি অন্য একটি ছবিতে তাঁকে দেখা গেল, ছেলেকে আদুরে চুম্বন করতে। তবে কোনও ছবিতেই রূপসা নিজের ছেলের মুখ প্রকাশ্যে আনেননি। যা দেখে স্পষ্টত বোঝাই যাচ্ছে, তিনি ছেলেকে এখনই আনতে চাইছেন না লাইমলাইটে।
তবে, ছবিটি পোস্ট করে রূপসা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘২০২৫-এর সেরা আলিঙ্গন।’ পাশে একটি নীল রঙের হৃদয়ের ‘ইমোজি’। তিনি আরও লিখেছেন, ‘আমার ছেলে।’ অন্যদিকে অভিনেত্রী ছেলেকে বার্তা দিয়ে লিখেছেন, ‘মা তোমাকে ভালবাসে।’
এখন চলছে ভালবাসার সপ্তাহ। সেই অনুযায়ী গতকাল ছিল ১২ ফেব্রুয়ারি, অর্থাৎ তালিকা অনুযায়ী ‘আলিঙ্গন দিবস’ (Hug Day)। সেই কথা মাথায় রেখেই, ছবির ক্যাপশনে তার উল্লেখ রূপসার।
উল্লেখ্য, বিগত বছর ২০২৪ সালে মনের মানুষ সায়নদীপ সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রূপসা। বিয়ের চার মাসের মধ্যেই চলতি বছরের ২৬ জানুয়ারি নবদম্পতির কোলে আসে নতুন সদস্য।