স্কুল থেকে বাড়ি ফিরছে দাদা। দূর থেকেই আদুরে ডাক বোন ইয়ালিনীর। এবার আদো আদো গলাতেই ইউভানকে ‘দাদা’ ডাকল রাজ-কন্যা। প্রায়শই, ইয়ালিনীর কীর্তি দেখে অবাক হয় নেটপাড়া। সেই কাণ্ড সমাজমাধ্যমে তুলে ধরেন রাজ চক্রবর্তী বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এ বার বহুতলের ওপর থেকে জানলা দিয়ে দাদা ইউভানের গাড়ি চিনিয়ে দিচ্ছেন বাবা রাজ চট্টোপাধ্যায়। বোনও অমনি দাদাকে দেখার জন্য ব্যকুল হয়ে পড়ে। ভিডিয়ো দেখে আদর, ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।
ভিডিয়োতে একরত্তি ইয়ালিনীর সঙ্গে দেখা মিলেছে বাবা রাজেরও। পরিচালকের কোলেই রয়েছে মেয়ে। রাজকে বলতে শোনা যাচ্ছে, “ওই যে! লাল গাড়িতেই দাদা আসছে।” একথা বলা মাত্রই আচমকা আদো স্বরে ‘দাদা’ ডাক শোনা গেলবইয়ালিনীর মুখে। শুধু তা-ই নয়, খুদের কাণ্ড দেখে অবাক হবেন সকলে। দূর থেকেই দাদার গাড়ি ছোঁয়ার চেষ্টা করছে বোন। আবার নাকি দাদার স্কুলও চেনে ওই খুদে। আঙুল দিয়ে সেই স্কুলও বাবাকে দেখাচ্ছে ছোট্ট ইয়ালিনী। দূর থেকে দু’জনের মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন মা শুভশ্রী।
ভিডিয়োতে ইয়ালিনীর পরনে হালকা গোলাপি রঙের জামা। মাথায় একটি ফুল বাঁধা, যা নজর কাড়ছে। অন্যদিকে রাজের পরনে একটি সাদা জামা। ভিডিয়োটি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন ইয়ালিনীর ‘মাম্মা’। ক্যাপশনে লেখা, ‘দাদা, আমি তোমার জন্য অপেক্ষা করছি।’