আসছে মিমি চক্রবর্তীর নতুন সিরিজ ‘ডাইনি’। মিমির প্রথম লুক প্রকাশ্যে আসতেই কী বললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? মিমির প্রথম লুক আসার পরই, সমাজমাধ্যমে মুখ খুললেন রাজ-ঘরনি। মিমিও পাল্টা উত্তর দিলেন শুভশ্রীকে। তবে কি দু’জনের মধ্যে আবারও কিছু হল?
এ বার ‘ডাইনি’ রূপে পর্দায় ধরা দেবেন মিমি। অভিনেত্রীর জন্মদিন, ১১ ফেব্রুয়ারিতেই প্রকাশ পেল মিমির প্রথম লুক। ‘হইচই’-এ আসন্ন সিরিজ ‘ডাইনি’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে টলি অভিনেত্রী মিমিকে। তাঁর প্রথম লুক দেখেই শুভেচ্ছাবার্তায় কমেন্টবক্স ভরিয়েছেন অনুরাগীরা। তবে সেখানে নজর কেড়েছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর মন্তব্য।
বেশ কিছু বছর আগে, টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যেত, পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির ব্যক্তিগত সম্পর্কের কথা। এরপরেই খবরের শিরোনামে এসেছিল তাঁদের বিচ্ছেদের কাহিনি। তবে পরিচালকের ঘরনি এখন টলি-অভিনেত্রী শুভশ্রী। ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনীকে নিয়ে দিব্যি আছেন তারকা দম্পতি।
কিন্তু এদিন ‘হইচই’-এর তরফে মিমির প্রথম লুক প্রকাশ্যে আসতেই রাজ-পত্নী লিখলেন, মিমির নতুন সিরিজ দেখার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে মিমি এই কমেন্টের প্রতিক্রিয়া স্বরূপ ভালবাসার ‘ইমোজি’ পাঠিয়েছেন অভিনেত্রীকে। উল্লেখ্য, এই সিরিজ ‘হইচই’-এ আসছে চলতি বছরের ১৪ মার্চ।