অফবিট

ত্বকের সৌন্দর্যে আমলকীর ৫ টি প্যাক

১. আমলকী এবং হলুদ গুঁড়ো

 

হাজারো চেষ্টার পরেও পক্স এবং ব্রণর দাগ মেলায় নি? কোনো চিন্তা নেই! আজ থেকেই আমলকী এবং হলুদ গুঁড়ো মিশিয়ে বানানো ফেসপ্যাক মুখে লাগাতে শুরু করুন। দেখবেন দাগ মিলিয়ে যেতে শুরু করেছে। সেই সঙ্গে আমলকী এবং হলুদের গুণে ত্বকের সৌন্দর্যও বৃদ্ধি পাবে বহুগুণে।

 

 

 

 

প্যাক-টি বানাতে লাগবে-

 

৩ চা চামচ আমলকী পাউডার

 

১ চা চামচ হলুদ গুঁড়ো

 

২ চা চামচ লেবুর রস

 

 

 

 

 

 

 

সবকটি উপাদান মিশিয়ে নেওয়ার পর পেস্টটি মুখে লাগিয়ে কম করে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা। সপ্তাহে কম করে একবারও যদি এইভাবে ত্বকের পরিচর্যা করা যায়, তাহলে ফল মিলবে একেবারে হাতেনাতে!

 

 

 

 

২. পেঁপে এবং আমলকী

 

 

 

 

স্কিন-এর ব্রাইটনেস বাড়াতে এই ফেসপ্যাক-এর জুড়ি নেই।

 

 

 

 

প্যাক-টি বানাতে লাগবে-

 

২ চা চামচ আমলকী গুঁড়ো

 

২ চা চামচ পেঁপে, পেস্ট করা

 

পরিমাণ মতো কুসুম গরম পানি

 

 

 

 

ছবি- গ্লোপিংক.কম

 

 

 

 

সব ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সবশেষে পেস্টটি মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এই সময় পেঁপেতে থাকা উপকারি এনজাইম ত্বকে প্রবেশ করে এমন খেল দেখাবে যে স্কিনটোন-এর উন্নতি তো ঘটবেই, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে।

 

 

 

 

৩. আমলকী, দই এবং মধু

 

চটজলদি ত্বকের গভীরে লুকিয়ে থাকা ময়লাকে পরিষ্কার করতে চান? তাহলে এই ফেসপ্যাক-টিকে কাজে লাগাতে ভুলবেন না যেন! বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ত্বকের পরিচর্যায় এই প্রকৃতিক উপাদানটিকে কাজে লাগালে ত্বক তো পরিষ্কার হয়ই, সেই সঙ্গে স্কিন হয়ে ওঠে তুলতুলে এবং প্রাণবন্ত।

 

প্যাক-টি বানাতে লাগবে-

 

২ চা চামচ আমলকী পাউডার

 

১ চা চামচ মধু

 

১ চা চামচ দই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.