১. রোজ পাউডার এবং ময়দার প্যাক
এই প্যাকটি আপনার ত্বকের আদ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বককে নরম করবে এবং ত্বকে এনে দেবে গোলাপি আভা
২ টেবিল চামচ গোলাপের পাপড়ি গুঁড়ো ( গোলাপ শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে)
১ টেবিল চামচ ময়দা এবং
২ টেবিল চামচ কাচা দুধ
সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন।
২. জবা ফুল ও মুলতানি মাটির প্যাক
জবা সব ধরনের ত্বকের জন্য উপকারী। এটি ত্বকের তারুণ্য ধরে রাখে এবং ত্বকের যে কোন ক্ষতি সারিয়ে তোলে।
প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-
একটি জবা ফুলের পাপড়ি ( বেটে পেস্ট করে নিতে হবে)
২ টেবিল চামচ মুলতানি মাটি এবং
১ টেবিল চামচ টকদই
সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার ব্যবহারে দারুণ উপকার পাবেন।
৩. গাঁদা ফুল ও লেবুর প্যাক
গাঁদা ফুল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও ত্বকের লাবণ্যতা বাড়িয়ে তোলে। আর লেবুর রসের কথাতো আমরা সবাই জানি যে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কতটা উপকারী এবং ত্বকের বার্ধক্য দূর করতে এর জুড়ি নেই।
প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-
একটি বড় গাঁদা ফুলের পাপড়ি ( বেটে পেস্ট করে নিতে হবে)
৩ টেবিল চামচ কাঁচা দুধ
১ টেবিল চামচ মধু
২ টেবিল চামচ লেবুর রস