স্ক্যানের রিপোর্টে খারাপ কিছু নেই। রিহ্যাবও করেছেন। শারীরিক অন্যান্য পরীক্ষাও ঠিকঠাক। তবু চ্যাম্পিয়ন্সস্ক্যানের রিপোর্টে খারাপ কিছু নেই। রিহ্যাবও করেছেন। শারীরিক অন্যান্য পরীক্ষাও ঠিকঠাক। তবু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ গেলেন জসপ্রীত বুমরাহ। বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। বিসিসিআই জানায়, ‘কোমরের চোটের জন্য জোরে বোলার জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে’। জানা গেছে, এনসিএ’তে পাশ করলেও পুরোপুরি ফিট বলা যাচ্ছে না বুমরাহকে। ভবিষ্যতের কথা ভেবেই ঝুঁকি নেওয়া হচ্ছে না। তাঁর বদলি হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়। এদিকে মহম্মদ সামি থাকলেও, মহম্মদ সিরাজকে রাখা হয়নি। কেন নবাগত রানা, কেন অভিজ্ঞ সিরাজ নয় তা নিয়ে অবশ্য নেটিজেনরা বেশ সোচ্চার। এদিকে আবার বাদ দেওয়া হল যশস্বী জয়সওয়ালকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।
স্ক্যানের রিপোর্টে খারাপ কিছু নেই। রিহ্যাবও করেছেন। শারীরিক অন্যান্য পরীক্ষাও ঠিকঠাক। তবু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ গেলেন জসপ্রীত বুমরাহ। বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। বিসিসিআই জানায়, ‘কোমরের চোটের জন্য জোরে বোলার জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে’। জানা গেছে, এনসিএ’তে পাশ করলেও পুরোপুরি ফিট বলা যাচ্ছে না বুমরাহকে। ভবিষ্যতের কথা ভেবেই ঝুঁকি নেওয়া হচ্ছে না। তাঁর বদলি হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়। এদিকে মহম্মদ সামি থাকলেও, মহম্মদ সিরাজকে রাখা হয়নি। কেন নবাগত রানা, কেন অভিজ্ঞ সিরাজ নয় তা নিয়ে অবশ্য নেটিজেনরা বেশ সোচ্চার। এদিকে আবার বাদ দেওয়া হল যশস্বী জয়সওয়ালকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।