খেলা

‘যতবার ডার্বি, ততবার…’ এ যেন আর স্লোগান নয়, অক্ষরে অক্ষরে সত্যি

‘যতবার ডার্বি, ততবার…’
এ যেন আর স্লোগান নয়, অক্ষরে অক্ষরে সত্যি। আবার একটা ডার্বি। আরও একটা জয় মোহনবাগানের। পরিসংখ্যান বলছে, চলতি মরসুমে সিনিয়র ও বয়সভিত্তিক লিগ মিলিয়ে মোট ১২টি ডার্বি হয়েছে। তারমধ্যে ৯ বার জিতেছে সবুজ মেরুন, ২ ম্যাচ ড্র। আর মাত্র একটা ডার্বি (কলকাতা লিগ) জিততে পেরেছে ইস্টবেঙ্গল। সোমবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে নৈহাটি স্টেডিয়ামে লাল হলুদকে ১-০ গোলে হারাল সবুজ মেরুন। গোল করেছেন রাজ বাসফোররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.