ফের ছোটপর্দায় আসছে ‘উষসী’ ও নিখিল’-এর জুটি! স্টার জলসার পর্দায় পুনঃপ্রচার হতে চলেছে ধারাবাহিক, ‘তোমায় আমায় মিলে’। যেখানে ভালবাসার সপ্তাহে একের পর এক পুরনো হিট ছবি বড়পর্দায় পুনঃপ্রচারিত হচ্ছে। সেখানে কেনই বা পিছিয়ে থাকবে ছোটপর্দার ধারাবাহিক? তাই এবার ১২ বছর আগের ধারাবাহিক আবার দেখানো হবে স্টার জলসার পর্দায়।
উষসী-নিখিলের হিট জুটি ধারাবাহিক প্রেমীদের মনে জায়গা করেছিল বেশ কিছু বছর আগে। যীশু-নীলাঞ্জনার ‘ব্লু ওয়াটার পিকচার্স’ দ্বারা প্রযোজিত এই ধারাবাহিক ২০১৩ সালে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়েছিল। এই ধারাবাহিকে দেখান হয়েছিল উষসী ও নিখিলের ভালবাসার গল্প। উষসী-নিখিলের ভূমিকায় ছিলেন রুশা চট্টোপাধ্যায় ও ঋজু বিশ্বাস।
তাঁদের এই জুটি ওই সময় বেশ প্রশংসা কুড়িয়েছিল দর্শকমহলে। নিখিল পেশায় ছিল একজন ময়রা। উষসীর স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার। পরবর্তীতে ধারাবাহিকের গল্প অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হয় তারা। এরপরেই উষসীর জীবন হয়ে ওঠে চ্যালেঞ্জিং। কিন্তু এমন পরিস্থিতিতেও তার সঙ্গ ছাড়েনি নিখিল। একে অপরের সঙ্গে থেকে একাধিক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারা।
এভাবেই সংসার সামলে কীভাবে একজন সফল পুলিশ অফিসার হয়ে উঠবে উষসী, তারই গল্প জানাতে, আবারও পর্দায় আসছে এই ধারাবাহিক। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে স্টার জলসার পর্দায় পুনঃপ্রচার হতে চলেছে ‘তোমায় আমায় মিলে ‘। সিরিয়ালপ্রেমীদের জন্য অত্যন্ত আনন্দের খবর। উল্লেখ্য, সম্প্রতি স্টার জলসার পর্দায় শেষ হয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’। দুই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা একই।