‘ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি…’, সপ্তাহের শুরুতেই হঠাৎ কেন এমন পোস্ট করলেন সুদীপা চট্টোপাধ্যায়? খবরের শিরোনাম থেকে শুরু করে সমাজমাধ্যমের পাতা, এই মুহূর্তে অন্যতম চর্চিত বিষয় হল মহাকুম্ভের মেলা। ১৪৪ বছর অনুষ্ঠিত হওয়া এই মহাকুম্ভের মহাসঙ্গমে ডুব দেওয়ার লোভ সামলাতে পারছেন না শত শত মানুষ। প্রতিদিনই প্রায় উঠে আসছে ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো মর্মান্তিক খবর। তাই দেখে দর্শনার্থীদের ভিড়টা মুহূর্তেই কল্পনা করা যায়।
সুদূর পর্যন্ত বয়ে চলা এই জনস্রোতকে কেন্দ্র করেই কিছুটা মিশ্র প্রতিক্রিয়া সুদীপা চট্টোপাধ্যায়ের। সমাজমাধ্যমে কিছুটা ব্যঙ্গের সুর টেনেই লিখলেন, ‘ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি। আমার আশেপাশের প্রায় সবাই মহাকুম্ভে ডুব দিয়ে দিলে তাঁদের তো সবার মোক্ষলাভ হয়ে যাবে। ভূত হয়ে একা একা বাঁচব কী করে? মগডালে পা ঝুলিয়ে আড্ডা হবে না?’ তাঁর এমন পোস্ট কিছুটা বাঁকা চোখেই দেখছেন নেটিজেনদের একাংশ। অনেকেরই মতে, ‘এমন ধর্মীয় বিষয়কে কেউ কীভাবে মজার ছলে নিতে পারে?’ আবার কেউ কেউ লিখেছেন, ‘যাঁরা যেতে পারেন না তাঁরাই এই বিষয়গুলোকে হাসির খোরাক বানান।’
যদিও শুধু ট্রোলেই সীমাবদ্ধ নয়, অভিনেত্রীর পোস্টের সঙ্গে কেউ কেউ সহমত যেমন পোষণ করেছেন আবার কোথাও কোথাও উঠেছে হাসির রোল-ও। যেমন সুদীপার পোস্ট থেকে মজা পেয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর এই লেখা পড়ে হাসির প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও। কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘ভালই হবে। নরকে একটু ভিড় কমবে।’ আবার কেউ লিখেছেন, ‘আপনার পোস্ট সত্যিই ভাবার মতো। সঠিক মানুষের দ্বারাই পুণ্য অর্জন সম্ভব। এর দ্বিতীয় কোনও উপায় নেই।’