পশ্চিমবঙ্গ

২০২৬ এ চতুর্থবার মমতা মুখ্যমন্ত্রী হবেন – দাবি কুনালের

২৭ বছর পড়ে দিল্লি ফিরে পেয়ে বঙ্গ বিজেপি একদম পসিটিভ মুডে। তারা ইতিমধ্যে শ্লোগান তুলেছে আগে দিল্লি পড়ে বাংলা আর মাঝে বিহার। স্লোগান দিচ্ছেন বাংলার পরিবর্তনেরও। যার পাল্টা দিয়েছেন কুণাল ঘোষও (Kunal Ghosh)। আগামী বিধানসভা নির্বাচনে (west Bengal assembly election in 2026) বাংলায় তৃণমূল (AITMC) কত পাবে সেই সংখ্যাও জানিয়ে দিয়েছেন। তৃণমূল ও বিজেপির দাবি নিয়ে জমে উঠেছে বাংলার রাজনীতি।

দিল্লির ফলাফল সামনে আসতেই চাঙ্গা কেন্দ্রের শাসকদল। অকাল রঙের উৎসবে মেতে উঠেছেন বিজেপি নেতা-কর্মীরা। দিল্লির ফলাফলের প্রভাব পড়েছে বাংলাতেও। কলকাতা সহ সর্বত্র বিজয় উৎসব পালন করছেন বঙ্গ বিজেপি নেতারা। ভারতীয় জনতা পার্টির জাতীয় সচিব রাহুল সিনহা এদিন বলেন, দিল্লির ফলাফল শুধুমাত্র ট্রেলার। আগামীতে পশ্চিমবঙ্গে পুরো ছবিটা হবে। বিজেপি নেতার কথায়, দিল্লিতে কেজরিয়ার এবং তাঁর পার্টি যে দুর্নীতি করেছে তা মানুষের সামনে চলে এসেছে। তার ফলস্বরূপ মানুষ তাদের সমর্থন তুলে নিয়েছে। বাংলাতেও এই ঘটনার পুনরানবৃত্তি হবে বলে মন্তব্য। যদিও পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তাঁর কথায়, আগামী বছর অর্থাৎ ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর সেই ভোটে ২৫০ টিরও বেশি আসন পেয়ে ফের বাংলার ক্ষমতায় তৃণমূল আসবে। এমনকী চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন বলেও সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন তৃণমূলের প্রাক্তন এই সাংসদ। এখন আমাদের অপেক্ষা করতে হবে ২০২৬ এর নির্বাচনের ফল বের হওয়া পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.