ভাঙড় রয়েছে ভাঙড়ে। কিছুতেই ভাঙড়কে দুষ্কৃতী মুক্ত তো করাই যাচ্ছে না, উল্টে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে।
শনিবার গভীর রাতে সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে উত্তর কাশিপুর থানা এলাকায়। ব্যবসায়ীকে আর জি কর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম চিত্ত ঘোষ। তিনি ভগবানপুর অঞ্চলের বাসিন্দা। শনিবার রাতে গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় উত্তর কাশিপুর বেলেদানা এলাকায় তাঁর উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। তাঁর ডান হাতে গুলি লেগেছে বলে খবর। প্রশ্ন উঠেছে, পুলিশের ভূমিকা নিয়ে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ব্যবসায়ীর কাছে থাকা ১৬ হাজার টাকা লুট করে একটি সাদা স্কুটি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা কেন গুলি চালালো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। নিছক লুটপাটের উদ্দেশ্য না কি, পিছনে কোনও ব্যবসায়ীক শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই ব্যবসায়ী ইদানীং কারও সঙ্গে বচসায় জড়িয়েছেন বা কোনও শত্রু রয়েছে কি না পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।