বিনোদন

জ্যাকির জন্মদিনে শুভেচ্ছা বার্তা অনিল কাপুরের – খুশি ভক্ত মহল

দেখতে দেখতে ৬৮ বছরের পদার্পণ করলেন ৯০ দশকের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা জ্যাকি শ্রফ। জ্যাকির এই বিশেষ দিনটিকে আরও বেশি স্পেশাল করে তোলার জন্য বন্ধুবান্ধব থেকে সহকর্মীরা সকলেই জানিয়েছেন শুভকামনা। জ্যাকিকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন অনিল? জ্যাকিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনিল কাপুর লেখেন, আমরা আগের জন্মে যে ভাই ছিলাম তাতে কোনও সন্দেহ নেই। তবে শুধু আগের জন্মে নয়, এই জন্ম এবং আগামী কয়েক জন্মেও আমি তোমার ভাই হয়ে থাকতে চাই। তোমার সঙ্গে চিরকালই আমার একটা আলাদাই সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। জগ্গুদা। অনেক ভালোবাসা রাম। শুভ জন্মদিন। এই শুভেচ্ছা বার্তায় আপ্লুত জ্যাকি, খুশি ভক্তমন্ডলী।

জ্যাকি পেয়েছেন প্রচুর শুভেচ্ছা বার্তা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো – অভিনেতার স্ত্রী আয়েশা, ছেলে টাইগার এবং কৃষ্ণাও ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন জ্যাকিকে। আয়েশা একটি ছবি পোস্ট করে লিখেছেন, হ্যাপি বার্থডে। তোমার সম্পর্কে আর নতুন করে কি বলব। আমরা একসঙ্গে অনেক উত্থান পতন দেখেছি। তুমি নিঃসন্দেহে বিশ্বের সেরা বাবা। অনেক অনেক ভালোবাসা তোমায়। জ্যাকির মেয়ে কৃষ্ণা লিখেছেন, আমার সব থেকে আনন্দের দিন আজ। শুভ জন্মদিন। অজয় দেবগন লিখেছেন, শুভ জন্মদিন দাদা। আপনি একজন বড় হৃদয়ের মালিক। সারা জীবন এই ভাবেই হাসিখুশি থাকুন। বিনোদন জগতে জ্যাকি যে বিশিষ্ট একজন ভদ্রলোক তা বোঝা যায় এই সমস্ত শুভেচ্ছা বার্তায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.