আর জি কর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল দেশ। এখনও সেই নিয়ে কেস চলেছে আদালতে। আর সেই মুহূর্তেই কিছুটা বেকায়দায় জুনিয়র ডাক্তারেরা। অভিযোগ আন্দোলনের সময় তারা নাকি প্রচুর টাকা কালেকশন করেছে ও তার কোনো হিসাব নেই। তাই বিধাননগর পুলিশ তাদের জেরা করতে চাইছে। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শনিবার দুপুরে পুলিশের জেরার উত্তর দিয়েছেন বলে খবর। আর জি কর কাণ্ডে রাজ্য স্বাস্থ্যভবনের সামনে ধরনা কর্মসূচি চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে মঞ্চ প্রস্তুত-সহ আনুসঙ্গিক বিষয়ে অর্থ এসেছিল বিভিন্ন জায়গা থেকে। সেই ফান্ড নিয়ে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই তদন্তের জন্য অনিকেতকে জেরা করা হল বলে খবর। কিন্তু বাকিদের জেরা এখনও হয় নি। এদিকে বিরোধীরা এটাকে ‘প্রতিশোধ’ বলেই ব্যাখ্যা করেছে।
আজ, রবিবার তিলোত্তমার জন্মদিন উপলক্ষে জুনিয়র ডাক্তারেরা তাঁর স্মরণে একাধিক জায়গায় চিকিৎসার ফ্রি ক্যাম্প করছেন। সেই সময় এই জেরা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ চিকিৎসক মহল। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শুরু হয়েছিল বিধাননগরের করুণাময়ীতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সামনে। মঞ্চ বেঁধে চলে আন্দোলন। বিভিন্ন জায়গা থেকে অর্থ এসেছিল বলে খবর। সেই অর্থ তছরুপ হয়েছে বলে অভিযোগ ওঠে। বিধাননগরের সাইবার ক্রাইম থানায় রাজু ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই অনিকেত মাহাতো-সহ একাধিক জুনিয়র চিকিৎসককে তলব করা হয়েছিল। শশরীরে না আসতে পারলে ভিডিও কনফারেন্সেও জেরা সম্ভব। এই বার্তাও দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, তলবে সাড়া দিয়ে এদিন ভিডিও কনফারেন্সে জেরার মুখোমুখি হয়েছিলেন অনিকেত। তবে অন্যরা কেউ জেরার মুখোমুখি হননি বলে খবর। তাদের তরফ থেকে জানানো হয়েছে, দ্রুত তারা জেরার মুখোমুখি হবে।