বিনোদন

সলমন খান কিন্তু গো-মাংস স্পর্শ করেন না

পদবি দেখে অনেক সময় আমরা ধর্মান্ধ হয়ে যাই। কিন্তু যে কোনো আদর্শ ভারতীয়র মধ্যে থাকে এক ধর্মনিরপেক্ষ মন। যেমন আছে সলমন খানের মধ্যে। তিনি কখনও সিনেমার মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তো কখনও বা আবার স্বেচ্ছাসেবী সংস্থা খুলে দুস্থদের সাহায্য করে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি আদতে মানবতার ধর্মে বিশ্বাসী। সলমন আদতে ‘সর্বধর্ম সমন্বয়ে’ বিশ্বাস করেন। তাঁর বাড়িতে যেমন ঘটা করে গণেশ চতুর্থী, দিওয়ালি পালন হয়, তেমনই ঈদ উদযাপন হয়। তবে মুসলিম ধর্মাবলম্বী হলেও গোমাংস ছুঁয়ে পর্যন্ত দেখেন না সলমন খান।

জনপ্রিয় টক শো ‘আপ কি আদালত’-এর অতিথি হিসেবে এসেছিলেন সলমন। সেখানেই ভাইজান জানান, কেন তিনি গোমাংস খান না। বলিউড সুপারস্টারের কথায়, হিন্দু ধর্মে যেমন গোরুকে মাতৃরূপে পুজো করা হয়, তেমনই তাঁর কাছেও গোমাতা মায়ের মতোই। ‘আপ কি আদালত’-এ তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, সলমন খান কী খেতে পছন্দ করেন? তার প্রত্যুত্তরেই ভাইজান জানান, “আমি গোমাংস এবং পর্ক (শুয়োরের মাংস) ছাড়া সবকিছু খাই। গোমাতা তো আমাদেরও মা। আমি বিশ্বাস করি, সেই অর্থে আমারও মা। আসলে আমার নিজের মা হিন্দু ধর্মাবলম্বী। আর বাবা মুসলিম। এদিকে আমার আরেক মা হেলেন খ্রিস্টান। আমার মায়ের সঙ্গে একই বাড়িতে থাকি আমি। আমার কাছে সব ধর্মই সমান। প্রত্যেকেরই উচিত সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.