ত্বকের অতিরিক্ত তেল কমাতে ফেইস স্ক্রাব
১. কলার স্ক্রাব
ত্বকের অতিরিক্ত তেল কমাতে কলার স্ক্রাব –
অল্প করে কলা নিয়ে পিষে নিন। তারপর তাতে কাঁচা দুধ এবং ওটমিল দিয়ে ভাল করে চটকে নিন। যখন দেখবেন সবকটি উপকরণ ভাল করে মিশে গেছে, তখন পেস্টটা সারা মুখে লাগিয়ে ধীরে ধীরে ঘষতে থাকুন। অল্প সময় পেস্টটা মুখে রেখে ধুয়ে ফেলুন।
২. কমলালেবুর স্ক্রাব
ত্বকের অতিরিক্ত তেল কমাতে কমলালেবুর স্ক্রাব –
১ টেবিল চামচ কমলালেবুর রসের সঙ্গে ১ চা চামচ করে চিনি এবং মধু মিশিয়ে বানিয়ে ফেলুন ফেইস স্ক্রাবটি। তবে স্ক্রাবটি লাগানোর আগে মনে করে মুখে একটু জল ছিটিয়ে নেবেন। তারপর স্ক্রাবটা লাগাবেন। কয়েক মিনিট ম্যাসাজ করার পর ভাল করে মুখটা ধুয়ে নেবেন।
৩. তরমুজের স্ক্রাব
ত্বকের অতিরিক্ত তেল কমাতে তরমুজের স্ক্রাব –
২-৩ পিস তরমুজের সঙ্গে ১ চা চামচ করে চিনি এবং মধু মিশিয়ে এই ফেস স্ক্রাবটি বানিয়ে ফেলুন। তারপর একটা স্ক্রাব প্যাড-এর সাহায্যে সারা মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ ম্যাসাজ করার পর ভাল করে মুখটা ধুয়ে ফেলুন।
৪. ম্যাংগো স্ক্রাব
ত্বকের অতিরিক্ত তেল কমাতে ম্যাংগো স্ক্রাব –
২-৩ পিস আম নিয়ে ১ চা চামচ মুলতানি মাটি এবং ১ চা চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলুন এই ফেস স্ক্রাব। এবার একটা স্ক্রাব প্যাড নিয়ে ভাল করে পেস্টটা সারা মুখে কিছুক্ষণ মাসাজ করে মুখটা ধুয়ে ফেলুন।