বিনোদন

বিয়ের মরশুমে মজলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও! প্রিয়াঙ্কার সঙ্গে সামিল তাঁর গোটা পরিবার

বিয়ের মরশুমে মজলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও! প্রিয়াঙ্কার সঙ্গে সামিল তাঁর গোটা পরিবার। গত বুধবার, ৫ জানুয়ারি বলি অভিনেত্রীর ছোট ভাই সিদ্ধার্থ চোপড়ার প্রাক্ বিবাহের উৎসবে মেতেছিলেন তিনি। ভাই সিদ্ধার্থ অভিনেত্রী নীলম উপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন আগামী ৭ ফেব্রুয়ারি। আর তারই উদযাপনে মেতেছেন ‘দেশি গার্ল’।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সেই অনুষ্ঠানেরই একগুচ্ছ ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। প্রথমেই নজর কেড়েছে হলদির কিছু ছবি। সেখানে তিনি ভাইয়ের সঙ্গে মিলিয়ে হলুদ রঙের লেহেঙ্গা পরেছেন। এদিনের হলদির অনুষ্ঠানে নীলম ও তাঁর পরিবারের সঙ্গে পারিবারিক ছবিতে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। মা মধু চোপড়ার সঙ্গেও আদুরে মুহূর্ত শেয়ার করেছেন তিনি।

এরপরেই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন মেহেন্দি অনুষ্ঠানের মুহূর্ত। সেখানে বলি কুইনকে দেখা গিয়েছে একটি অপূর্ব সুন্দর গাউনে। মেয়ে মালতীর থেকেও যেন চোখ ফেরান দায়। মেয়ের ছোট্ট হাতের শোভা বাড়িয়েছে মেহেন্দির টান।

অভিনেত্রীর ভাই সিদ্ধার্থ পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক। হবু বউ নীলম, একজন অভিনেত্রী, ২০১২ সালে তেলেগু চলচ্চিত্র ‘মিস্টার ৭’-তে তাঁর অভিনয়ের অভিষেক ঘটে। আগামীকাল, ৭ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন এই দুই তারকা। পাশাপাশি নিজের ভাইয়ের বিয়েতে কেমন সাজে ধরা দেবেন বলি অভিনেত্রী, তাই দেখার অপেক্ষায় ভক্তরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.