খেলা

একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ৩ উইকেট তুলে নেন হর্ষিত রানা

অভিষেকেই আজব হ্যাটট্রিক। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ৩ উইকেট তুলে নেন হর্ষিত রানা। তাতেই তিনি ঢুকে পড়লেন রেকর্ড বইয়ে। ব্যাপারটা কী! আসলে, তিন ফরম্যাটের ক্রিকেটেই অভিষেকে ৩ উইকেট পাওয়ার নজির আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ অভিষেক, দুক্ষেত্রেই ৩টি করে উইকেট পেয়েছিলেন তিনি। বর্ডার গাভাসকর ট্রফিতে পারথে জীবনের প্রথম টেস্ট খেলতে নামেন হর্ষিত। পারথ টেস্টে নেন ৩ উইকেট। আবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ঘরের মাঠে কনকাশনে শিবম দুবের জায়গায় প্রথমবার মাঠে নেমে তুলে নিয়েছিলেন ৩ উইকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.