নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ফেইস প্যাক
১. পেপের ও চন্দনের ফেইস প্যাক
যা যা লাগবে –
১/৪ বাটি পাকা পেঁপে
১/২ চা চামচ চন্দনের গুঁড়া
১/২ চা চামচ অ্যালোভেরা জেল
গোলাপ জল
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন –
পেঁপে চটকে এর সাথে অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এর সাথে যোগ করুন চন্দনের গুঁড়া ও পরিমাণমতো গোলাপজল। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এবার এই প্যাকটি মুখে অ্যাপ্লাই করুন এবং ২০-২৫ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। ভালোভাবে শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেইস প্যাক সপ্তাহে ২-৩ বার প্রয়োগ করুন।
প্যাকটি যেভাবে কাজ করে –
পেঁপেতে রয়েছে পেপাইন নামক উপাদান যা ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে সহায়তা করে। আর চন্দন ও অ্যালোভেরা ত্বকের মৃত কোষগুলোকে অপসারণ করে ত্বককে কোমল করে তুলে, তাই ত্বক হয়ে যায় আরো মসৃণ।
২. কলা ও টক দইয়ের ফেইস প্যাক
যা যা লাগবে –
অর্ধেকটা পাকা কলা
১/২ চা চামচ মধু
১ চা চামচ টক দই
গোলাপ জল
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন-
প্রথমে অর্ধেকটা পাকা কলা চটকে নিয়ে এর সাথে মধু এবং টক দই যোগ করুন। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিন। সবশেষে কয়েক ড্রপ গোলাপজল দিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন প্রায় ১৫ মিনিট। ভালো মত শুকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে এটি দুইবার ব্যবহার করুন।
প্যাকটি যেভাবে কাজ করে –
কলা এবং মধু প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট এর সমৃদ্ধ উৎস। এটি ফ্রি-রেডিকেলসের সাথে যুদ্ধ করে ত্বকে এনে দেয় ইন্সট্যান্ট গ্লো। এটি ত্বক ময়েশ্চারাইজ করে এবং ত্বকের রিংকেল ও বলিরেখা হ্রাস করে ত্বকের লাবণ্যতা বজায় রাখতে সাহায্য করে। এই প্যাকটি প্রথমবার ব্যবহারেই এর কার্যকারিতা দেখে আপনি অবাক হবেন।
৩. ওটমিল ফেইস প্যাক
যা যা লাগবে-
২ টেবিল চামচ ওটস গুড়া
১ চা চামচ চন্দন গুঁড়া
গোলাপ জল
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন-
ওটস গুঁড়ো করে নিন এবং এর সাথে চন্দনের গুঁড়ো যোগ করুন। এবারে অল্প অল্প করে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। প্যাক রেডি হয়ে গেলে এটি আপনার মুখে অ্যাপ্লাই করুন এবং ১৫ মিনিটের জন্য রেখে দিন। ১৫-২০ মিনিট পর উপরের দিকে আস্তে আস্তে স্ক্রাবিং করে নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ১ বার ব্যবহার করুন।