মায়ানগরী থেকে সরাসরি মহানগরে ভিকি কৌশল! কলকাতার নলেন গুড়ের আইসক্রিম মন কেড়েছে ক্যাটরিনার স্বামীর! পাশাপাশি এদিন কলকাতায় এসে বাংলায় কথা বলে অনুরাগীদের মন জিতলেন বলি অভিনেতা। তবে কলকাতায় পা রাখা মাত্রই আর কী কী বাঙালি খাবার মন জিতল ভিকির?
‘ছাবা’ ছবির প্রচারে ব্যস্ত ভিকি। এবার ছবির প্রচারেই কলকাতায় পা দিলেন তাঁর। সম্প্রতি, ছবির প্রচার অনুষ্ঠানে তিনি বলেন, কলকাতায় এসেই সন্দেশ খেয়েছেন তিনি। এছাড়াও তিনি অনুরাগীদের কাছে জানতে চাইলেন, আর কী কী খাওয়া যায় কলকাতায়, যা তাঁর ভাল লাগবে। তৎক্ষনাৎ ভুরি ভুরি খাবারের নাম উঠে আসতে থাকল। আচমকাই ভিকি বলে ওঠেন, “ওই যে গুড়ের আইসক্রিমটাকে কী যেন বলে?” ভক্তদের তরফে অমনি আসে নলেন গুড়ের নাম। এই নাম কানে আসতেই অভিনেতা একেবারে চোখ বন্ধ করে বুকে হাত রেখে বলেন, ”আমার খুব ভাল লেগেছে নলেন গুড়ের আইসক্রিম”।
তবে শুধু এখানেই শেষ নয়, অনুরাগীদের আরও চমক দিলেন ভিকি। মঞ্চে উঠেই অনুরাগীদের বাংলায় জিজ্ঞেস করলেন “কেমন আছ কলকাতা?” বলি তারকার মুখে এই কথা শুনেই আনন্দে দিশেহারা হয়ে যায় ভক্তরা। অনুরাগীদের উল্লাসে, চিৎকারে ফেটে পড়ে চারিদিক। ফের তাঁকে বাংলা শেখানো হলে আবারও বাংলা বলেন তিনি। এই ভাষা নাকি তাঁর খুব পছন্দের।
অনুষ্ঠানটি ছিল একটি ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে। সেখানে এসেই মনে পড়ে তাঁর কলেজ জীবনের কথা। ভিকি নিজেও ইঞ্জিনিয়ারিং পড়েছেন। কলকাতায় হওয়া এই প্রচার অনুষ্ঠানে যদিও দেখা মেলেনি রশ্মিকার। এদিন ভিকির পরনে ছিল কালো রঙের কুর্তা, সাদা পাজামা এবং গলায় কালো রঙের ওড়না, চোখে ছিল রোদচশমা। তিনি আবারও মনে করিয়ে দিলেন, চলতি মাসেই ‘ভ্যালেন্টাইন ডে’-র দিন ওরফে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ছাবা’।