ঋত্বিক চক্রবর্তীর উপর হামলা! সইফ কাণ্ডের পর দুষ্কৃতীদের নজর এবার টলিপাড়ার অন্দরে! একটি কাগজে লেখা ‘এই টুকুই জানাতে এসেছিলাম’! বলিউডে সইফ আলি খানের উপর হামলার পর, এবার দিনেদুপুরে দুষ্কৃতী হামলা টলিপাড়ার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর উপর। রীতিমতো অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে হামলাকারী। এমনকি ঋত্বিকের সঙ্গে মুখোমুখিও হয় ওই দুষ্কৃতী। পরবর্তীতে ওই ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তিও হয় অভিনেতার। জানা গেছে, বেশ কিছুক্ষণ বচসাও হয় তাঁদের মধ্যে। তবে এখন কেমন আছেন ঋত্বিক? নিজের হামলার খবর নিজেই অনুরাগীদের বললেন তিনি।
নিজের সমাজমাধ্যমে নিজেই এসে বললেন, তাঁর সঙ্গে হওয়া ভয়াবহ ঘটনার কথা। ফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। একের পর এক সেলেবের বাড়িতে এই ভাবে হামলা হলে তো সাধারণ মানুষ নিমিত্ত মাত্র। অভিনেতার সঙ্গে হওয়া ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ” একটু আগেই একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল আমার সঙ্গে। আমি আসলেই হতবম্ব। একটা লোক আমার বাড়িতে ঢুকে পড়েছিল। আমার বারান্দা দিয়ে। আমার বারান্দার দরজা এখনও খোলা।” অভিনেতা জানান, সেই সময় বই পড়তে ব্যস্ত ছিলেন তিনি। একেবারে দিনের আলোয় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি যে সরাসরি বাড়িতে প্রবেশ করেছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। তিনি আরও বলেন, “আমি ফ্রিজ থেকে যখন জল নিচ্ছি ও একেবারে আমার সামনে এসে হাজির হয়। ও আমায় ধাক্কা মারে, আমিও ধাক্কা মারি, আমার গলা থেকে চিৎকার বের হয়। আর তারপরেই আমার বাড়ির লোক দৌড়ে আসে। এর ফাঁকেই দরজা দিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী।” এখানেই শেষ নয়, এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টলি অভিনেতা। সেই ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে নীচে। তাঁর পরনে ছিল একটি হুডি, মাথায় টুপি এবং মুখে রুমাল বাঁধা। স্বাভাবিক ভাবেই তাঁকে দেখে একেবারেই চেনা দায়। কিন্তু হঠাৎ চোরবাবাজি উঠে এল সিঁড়ি দিয়ে। একেবারে সটাং দাড়াল সিসিটিভির সামনে এবং তারপর কী হল জানেন? আচমকা একটি কাগজ বের করে ধরল ক্যামেরার সামনে। সেই কাগজে লেখা, ‘এই টুকুই জানাতে এসেছিলাম’। তারপর ঘুরল কাগজ আর তার মধ্যে লেখা, ‘পরিচয় গুপ্ত’।
এটি একটি দীর্ঘ প্রতিক্ষিত ছবির নাম। বোঝাই যাচ্ছে এই সবটাই ছবির প্রচারকৌশল। পরিচালক রণ রাজ পরিচালিত এই নতুন ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ২১ ফেব্রুয়ারি। সবশেষে মজার বিষয় হল এটাই এই ছবিতে অভিনয় করছেন ঋত্বিক। আর এই গোটা ঘটনাটাই ঋত্বিকের ছবির প্রচারকৌশল। যা সম্প্রতি নিজের সমাজমাধ্যমে শেয়ার করে ভক্তদের তাঁর নতুন ছবি দেখতে যাওয়ার আহ্বান জানিয়েছেন।