বিনোদন

ফের বড়পর্দায় শ্রীদেবী! ভাবতে অবাক লাগলেও, এটাই সত্যি

ফের বড়পর্দায় শ্রীদেবী! ভাবতে অবাক লাগলেও, এটাই সত্যি। ভালবাসার সপ্তাহে ফের মুক্তি পেতে চলেছে, অভিনেত্রী শ্রীদেবী অভিনীত ‘চাঁদনী’। শুধু তা-ই নয়, এছাড়াও বড়পর্দায় আবারও আসছে আশির দশকের বেশ কিছু জনপ্রিয় ছবি। তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন, রেখা এবং জয়া বচ্চনের ছবি ‘সিলসিলা’, ‘ আরাধনা ‘, ‘আওয়ারা’।

 

‘ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া’ দ্বারা পুনরুদ্ধার করা এই ছবিগুলি ভালবাসার মরসুমে সকলের কাছে উপহার হিসেবে আসতে চলেছে বড়পর্দায়। ভালবাসার সপ্তাহের একেবারে প্রথম দিন ওরফে আগামী ৭ ফেব্রুয়ারি পুনরায় মুক্তি পাবে ‘সিলসিলা ‘। যা পরিচালক যশ চোপড়া পরিচালিত ১৯৮১ সালের মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ফিল্ম।

 

‘ভ্যালেন্টাইন ডে’, ১৪ ফেব্রুয়ারি ফের রিলিজ করবে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ব্লকবাস্টার ছবি ‘চাঁদনী’। যা পরিচালক-প্রযোজক যশ চোপড়ার পরিচালনায় ১৯৮৯ সালে বক্স অফিসে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিল। অভিনয় করেছিলেন শ্রীদেবী, বিনোদ খান্না এবং ঋষি কাপুর। এরপর তালিকায় রয়েছে রাজ কাপুর পরিচালিত ক্রাইম-ড্রামা ছবি ‘আওয়ারা’ । এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি। যা ১৯৫১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সর্বোচ্চ আয়কারী ছবির মধ্যে একটি।

 

তালিকার একেবারে শেষে রয়েছে ১৯৬৯ সালে শক্তি সামন্তের পরিচালিত ছবি ‘আরাধনা’। এই ছবিতে বলিউডের অন্যতম ব্যক্তিত্ব রাজেশ খান্নার বিপরীতে নায়িকার ভূমিকায় ছিলেন বাঙালি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

 

এই সমস্ত ছবিগুলিই দেখা যাবে পিভিআর এবং আইনক্সের পর্দায়। বিশেষত নতুন প্রজন্মের জন্য এটি অত্যন্ত আনন্দের খবর। যারা আদতেই জানে না আশির দশকের প্রেমের কথা। কেমন ছিল সেই সময়কার জুটি? তা একেবারেই অজানা নতুন প্রজন্মের, আর এবার এই সুযোগই করে দিল ‘ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.