৮টি বিউটি প্রোডাক্টস বানান ঘরে বসেই
১. মেকআপ রিমুভার
মেকআপ করার পরে সেটা প্রোপারলি তোলাটা কিন্তু খুবই জরুরি। কারণ, মেকআপ ঠিকমতো না তুললে ফেইসে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাওয়া অস্বাভাবিক কিছু না। এজন্য আমরা অনেক দাম দিয়ে মাইসেলার ওয়াটার বা ক্লিনজিং বাম কিনে থাকি। চলুন, বাড়িতে কিভাবে বানিয়ে নেয়া যায় তা জেনে নেই।
একটি বোতলে কিছুটা বিশুদ্ধ পানি নিয়ে তাতে ২ চা চামচ কোকোনাট অয়েল এবং হাফ চা চামচ ক্লিয়ার ফেইস ওয়াশ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, আপনার মেকআপ রিমুভার রেডি।
২. টোনার
স্কিন কেয়ার রুটিনের মধ্যে টোনারটা খুবই ইম্পরট্যান্ট। সেই টোনার আমরা অনেক টাকা খরচ করে কিনে থাকি। চাইলে বাড়িতেই সহজে বানিয়ে নেয়া যায়।
রাইস ওয়াটার বা রোজ ওয়াটারের সাথে লেবুর রস, মিন্ট, শসার রস ইত্যাদি মিলিয়ে সহজেই টোনার বানিয়ে নিতে পারবেন। সব থেকে ভালো দিক হলো, বাড়িতে বানানো টোনার সম্পূর্ণ ন্যাচারাল এবং কেমিক্যাল ফ্রি হবে।
৩. লিপ স্ক্রাব
এখন বলতে গেলে আমরা সবাই লিকুইড লিপস্টিকের ফ্যান। তবে, ডেইলি লিকুইড লিপস্টিক ব্যবহার করার ফলে ঠোঁট ভীষণ ড্রাই হয়ে যায়। মরা চামড়া ওঠে। যার কারণে লিপ-টাকে স্ক্রাবিং করা খুবই জরুরি। বাজারের লিপ স্ক্রাবারগুলো ভালোই এক্সপেনসিভ হয়। তার থেকে ভালো কম খরচে বাড়িতেই বানিয়ে ফেলা।
- অলিভ অয়েল বা কোকোনাট অয়েলের সাথে চিনি মিশিয়ে সহজেই লিপ স্ক্রাব বানাতে পারেন। চাইলে সাথে একটু মধুও যোগ করতে পারেন।