টি ট্রি অয়েল এমন একটি তেল যাতে রয়েছে দারুণ ডিজইনফেক্টিং, শীতল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই কারণে এটি বিভিন্ন ধরনের ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এটি খুব সহজে ত্বকের গভীরে পৌছে ত্বককে ভেতর থেকে জীবাণু মুক্ত করে তোলে এবং ত্বকের পোরগুলোকে খুলে দিয়ে ভেতর থেকে ব্ল্যাকহেড-গুলোকে বের করে নিয়ে আসে এবং পোরগুলোকে আবার আগের মত করে দেয়।
এবার তাহলে চলুন ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ পেতে টি ট্রি অয়েলের ২ টি দারুণ ব্যবহার দেখে নেয়া যাক।
ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ পেতে টি ট্রি অয়েলের ব্যবহার
১) মুলতানি মাটি এবং টি ট্রি অয়েল ফেইস মাস্ক
যা যা লাগবে-
- ২-৩ ফোটা টি ট্রি অয়েল
- ১ টেবিল চামচ মুলতানি মাটি
- ১ টেবিল চামচ পানি
- একটি স্টিমার
যেভাবে ব্যবহার করবেন-
সবার প্রথমে আপনার ত্বক পরিষ্কার করে স্টিমার বা একটি পাত্রে পানি গরম করে সেখান থেকে ৫-১০ মিনিটের জন্য ভাপ নিন। তারপর মুলতানি মাটির সাথে কয়েক ফোটা টি ট্রি অয়েল এবং পানি ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এবার এই মিশ্রণটি আপনার চোখের এবং ঠোটের চারপাশের এড়িয়া বাদে পুরো মুখে মাস্ক-এর মত লাগিয়ে রাখুন প্রায় ২৫-৩০ মিনিট। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক-টি সপ্তাহে ২ বার ব্যবহার করুন।
যেভাবে কাজ করে-
মুলতানি মাটি আপনার মুখ থেকে অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং ত্বক থেকে ব্রণ, ব্ল্যাকহেড ইত্যাদি রিমুভ করতে অসামান্য ভূমিকা রাখে। এটি ত্বককে ভেতর থেকে জীবাণুমুক্ত করে এবং এতে থাকা উচ্চমাত্রার মিনারেল দিয়ে ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় ও ব্ল্যাকহেডস-কে ত্বকের গভীর থেকে বের করে আনে।
২) অলিভ অয়েল এবং টি ট্রি অয়েল ফেসিয়াল স্ক্রাব
যা যা লাগবে-
- ১ টেবিল চামচ চিনি
- ১ টেবিল চামচ অলিভ অয়েল
- ২-৩ ফোটা টি ট্রি অয়েল
- একটি স্টিমার
যেভাবে ব্যবহার করবেন-
প্রথমে আপনার মুখ পরিষ্কার করে স্টিমার দিয়ে ৫-৬ মিনিটের মত ভাপ নিন। এবার চিনি, অলিভ অয়েল এবং টি ট্রি অয়েল একসাথে মিশিয়ে নিয়ে আপনার ঠোট এবং চোখের এরিয়া বাদে আপনার মুখে লাগিয়ে সার্কুলার মোশনে আলতোভাবে ম্যাসাজ করুন প্রায় ২-৩ মিনিট।