তৃতীয়বার বাবা হলেন অরিজিত সিং? স্ত্রী কোয়েল রায় কোলে একরত্তি নিয়ে হাজির অনুষ্ঠানে। ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল নেট পাড়ায়। উঠে এসেছে অনুরাগীদের প্রশ্নের ঝড়। কে ওই খুদে?
ইতিমধ্যে দুই সন্তানের বাবা জনপ্রিয় গায়ক। তবে কি তৃতীয় বার বাবা হয়েছেন তিনি? যে মানুষটি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারেই প্রকাশ্যে কোনও বার্তালাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তবুও তাঁর বাবা হওয়ার খবর ঘুণাক্ষরেও টের পেল না কেউ, ভেবেই প্রশ্নচিহ্ন ভক্ত দের মনে। যদিও নিজের পরিবারকে আড়ালেই রাখেন অরিজিৎ, তবুও তাঁর ভক্তরা তাঁকে ক্যামেরাবন্দি করে মাঝেমধ্যেই। আর সেখানেই অরিজিতের ব্যক্তিগত জীবন মাঝেমধ্যেই ধরা পরে সমাজমাধ্যমে।
এবারও তাই হল, কোনও ভক্তর মারফত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, একটি অন্নপ্রাশনের অনুষ্ঠান এবং অরিজিৎ-ঘরনি কোয়েলের কোলে ছোট্ট শিশু। কিন্তু ওই একরত্তিকে কোলে নিয়ে বেজায় খুশি কোয়েল, পাশেই দাঁড়িয়ে অরিজিত। তবে কি এই সেই নতুন সদস্য?
না, বাবা হননি গায়ক। একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন অরিজিৎ এবং কোয়েল। অরিজিতের পরনে ছিল কুর্তা- পাজামা এবং কোয়েল সেজেছেন শাড়িতে। একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন তাঁরা। তাঁদের এই ব্যবহারের জন্যই শুধু গায়ক হিসেবে, নয় মানুষ হিসেবেও ভক্তদের মন জেতেন অরিজিৎ-কোয়েল।