রোজাতে নির্জীব ত্বক সজীব করে তুলতে প্যাক
১. পেঁপে
ইফতারে টেবিলে ফল হিসাবে একটা খাবার দেখা যায়, তা হলো পেঁপে। পেঁপে যে শুধু স্বাস্থ্যের জন্য উপকারী তা কিন্তু নয়, এটি আপনার ত্বকের মলিনতা দূর করতেও সাহায্য করবে।
যা যা লাগবে-
– ২ চা চামচ পেঁপের পেস্ট
– ২ চা চামচ মধু
পেঁপের পেস্ট এবং মধু একসাথে ভালো করে মিশিয়ে নিন। এই পেস্টটি ত্বকে ১৫ মিনিট চক্রাকারে ম্যাসাজ করুন। ৫ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপেতে রয়েছে হাইড্রোক্সি অ্যাসিড যা প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করবে। এটি ত্বককে প্রাকৃতিকভাবে গ্লোয়ি করে থাকে।
২. শসা
শসাতে রয়েছে প্রচুর পরিমাণ পানি যা আপনার ত্বককে নারিশ এবং হাইড্রেটেড করে। ব্রণ-প্রবণ ত্বক এবং রোদেপোড়া ত্বকের জন্য শসা অনেক বেশি কার্যকর।
যা যা লাগবে-
– ২ চা চামচ শসার কুচি
– ১/২ কাপ টক দই
শসা এবং টক দই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। কিছুটা শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। এটি ত্বকে একটি শীতল অনুভব দিবে।
৩. লেবুর রস
রোজাতে নির্জীব ত্বক উজ্জীবিত করে তুলতে লেবু বেশ কার্যকর