ছবি দেখে একেবারেই চেনা দায়! তিন দশকেরও পুরনো ছবিতে বাংলা ইন্ডাস্ট্রির তারকাদের ভিড়। কিন্তু তাঁদের চিনতে হলে বেশ বেগ পেতে হচ্ছে। সম্প্রতি জনপ্রিয় গায়িকা জোজো মুখোপাধ্যায় নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু সেখানে একেবারেই চেনার উপায় নেই জোজোকে।
এছাড়াও ছবিতে জোজোর সঙ্গে নজরে আসছেন আরও অনেকে। তবে গায়িকার পাশেই একজন বিশেষভাবে নজর কাড়ছেন, যিনি হাত রেখেছেন জোজোর কাঁধে। কে ওই ব্যক্তি? মনে পড়ে ১৯৮২ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘ত্রয়ী’ র কথা? যেখানে অভিনেত্রী দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা গিয়েছিল এই ব্যক্তিকে। ইনি হলেন সৌমিত্র বন্দোপাধ্যায়, যিনি একসময়ের খলনায়কের চরিত্রে মন জিতেছিলেন সকলের। ‘ত্রয়ী’ সেই সময় বক্স অফিসে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিল। সেই সঙ্গে এই ছবির হাত ধরেই লাইম লাইটে এসেছিলেন তিনি।
তবে জোজো যে ছবিটি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে, সেই ছবিটি ১৯৯১ সালের কোনও একটি গানের অনুষ্ঠানের। ছবিটি নিজের সমাজমাধ্যমে শেয়ার করে গায়িকা লিখেছেন, ‘একসময়ের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় খলনায়ক চরিত্রে খ্যাতনামা সৌমিত্রদা মানে আমাদের নানু দা৷ এবং বছরটা ১৯৯১ কিংবা ৯২-এর। পাশাপাশি তিনি লিখেছেন, ‘সৌমিত্র দা একজন সঙ্গীতপ্রেমী মানুষই শুধু নন, একজন ভাল গায়কও’।