‘লতাজির সামনেই আমাকে এক অনুরাগী এমন সাংঘাতিক চুম্বন দিয়েছিলেন যে…অনেক সময় তো জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়’, বিতর্কের মাঝেই উদিত নারায়ণের হয়ে গলা ফাটালেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় গায়ক উদিত। একটি অনুষ্ঠানে এক মহিলা ভক্তের ঠোঁটে চুম্বন করার ভিডিয়োকে ঘিরে একের পর এক কটাক্ষ ভেসে আসছে গায়কের দিকে। যেখানে এই ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া নেটিজেনদের প্রায় সিংহভাগেরই, সেখানে দাঁড়িয়ে এক জনপ্রিয় গায়কের পাশে দাঁড়ালেন আরও এক জনপ্রিয় গায়ক।
অভিজিৎ ভট্টাচার্যকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “উদিতজি একজন সুপারস্টার গায়ক। এমন ঘটনা আমাদের সঙ্গে হতেই থাকে যদি আমাদের সঠিক নিরাপত্তাবলয়ের মধ্যে না রাখা হয়। আমাদের তো অনেক সময় পোশাকও টেনে ছিঁড়ে দেওয়া হয়।”
এখানেই শেষ নয়, এই ঘটনাকে কেন্দ্র করেই পুরনো এক স্মৃতি ভাগ করে নিয়ে গায়ক জানান কিছুটা এমনই ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গেও। তিনি বলেন, “এই ঘটনা আমার সঙ্গেও ঘটেছিল। ইন্ডাস্ট্রিতে আমি তখন নবাগত। দক্ষিণ আফ্রিকায় একটি অনুষ্ঠান চলাকালীন ৩-৪ জন মহিলা ভক্ত আমার গালে এমন সাংঘাতিক চুম্বন করেছিলেন, যে বলার নয়। আর সেটা ঘটেছিল লতা মঙ্গেশকরের সামনেই। আমার গালেও লিপস্টিকের দাগ লেগে গিয়েছিল।”
উদিত নারায়ণের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠায় অভিজিতের সাফ জবাব, “মঞ্চে যখন উদিত নারায়ণ গান গান, আমি শত শতাংশ নিশ্চিত যে সেখানে তাঁর স্ত্রীও সঙ্গ দেন। তিনি উদিত নারায়ণ। মহিলা ভক্তেরা তাঁর আগেপিছে ঘুরে বেরান। তিনি কখনও কাউকে কাছে ডেকে নেন না। উদিতজিকে তাঁর সাফল্য উপভোগ করতে দিন। তিনি খুব রোমান্টিক গায়ক এবং একইসঙ্গে একজন বড় ‘খিলাড়ি’। আমি ‘আনাড়ি’। কেউ ওর সঙ্গে খেলার চেষ্টা করবেন না।”