বলিপাড়ায় সানাইয়ের সুর! বিয়ের পিঁড়িতে বলি অভিনেতা অর্জুন কাপুর! তবে কি মালাইকা অরোরাকে ভুলতেই এমন সিদ্ধান্ত অর্জুনের? এবার সরাসরি বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বনি-পুত্র। মালাইকা আর অর্জুনের বিচ্ছেদের কথা কারওরই অজানা নয়। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা। পাশাপাশি মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ বলেও দাবি করেছেন বহুবার। তবে আচমকাই বিয়ে নিয়ে কী বললেন অভিনেতা?
বর্তমানে নতুন ছবির প্রচারে ব্যস্ত তিনি। সম্প্রতি মুদাসার আজিজ পরিচালিত ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবির প্রচারে এসে নিজের বিয়ে নিয়ে অকপট অর্জুন। সেখানে তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা থাকলে আপানারা জানতে পারবেন। তবে আজ শুধু ছবি নিয়ে কথা বলব, কারণ এটি ছবির প্রচারের অনুষ্ঠান। এছাড়াও আমি মনে করি যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি অনেক কথা বলেছি, আড্ডা দিয়েছি কারন তখন আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম৷ কিন্তু এখনও উপযুক্ত সময় আসেনি, এলে অবশ্যই জানাব।”
তবে আদতেও কি কোনও সম্পর্কে আছেন তিনি? নাকি আড়াল করতে চাইছেন বর্তমান প্রেমিকাকে? সে বিষয়ে কিছুই খোলসা করে বলেননি অভিনেতা। তবে তাঁর এই মন্তব্যের পর রীতিমতো শোরগোল পরে গিয়েছে নেটপাড়ায়।
অন্যদিকে চলতি মাসেই আগামী ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। অনুরাগীদের মাঝে ভূমি পেডনেকর এবং রকুল প্রীত সিং-এর সঙ্গে ধরা দেবেন অভিনেতা।