আদালতের দ্বারস্থ বচ্চন পরিবারের চোখের মণি আরাধ্যা বচ্চন! তবে কি আবারও বাবা-মা অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের সম্পর্কে ভাঙন নিয়ে কোনও খবর?
না৷ এবার সম্পূর্ণ ভাবেই নিজের সুরক্ষা, নিরাপত্তার কারণে দেশের বিচারব্যবস্থার সাহায্য নিতে চলেছেন অমিতাভ বচ্চনের নাতনি। অনলাইনে ঘুরছে আরাধ্যার ফেক ভিডিয়ো! ২০২৩ সালে অভিনেতা অভিষেকের কন্যা আরাধ্যার স্বাথ্য সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছিল নেটমাধ্যমে। আবারও বচ্চন-কন্যাকে নিয়ে কোনও ভুল তথ্য প্রকাশ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।