বিছানায় শয্যাশায়ী সোনু নিগম। উঠে দাঁড়াতেও পারছেন না সোজা হয়ে। ব্যথায় কাতরাতে কাতরাতে গান থামাতে বাধ্য হলেন গায়ক। কী হল সঙ্গীতশিল্পীর? সম্প্রতি পুণের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গায়ক সোনু নিগম। মঞ্চে একের পর এক গান গেয়ে চলেছেন, দর্শকাসনে উন্মত্ত জনতার ভিড়। এমন সময় হঠাৎই ব্যথা। প্রথম দিকে পেশির টান ভেবে ভুল করলেও ধীরে ধীরে অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। শেষ পর্যন্ত গানই গাইতে পারলেন না তিনি। ব্যথায় কাতরাতে কাতরাতে নেমে গেলেন মঞ্চ থেকে।
সমাজমাধ্যমে নিজেই পোস্ট করেছেন ভিডিয়ো। লেখেন, ‘অনেক কষ্ট করে বেঁচে আছি। এই দিনটা যেন দুঃস্বপ্নের মতো। গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়। আমি ভাবলাম তখনই পেশিতে টান ধরেছে। যদিও সামলে নিয়েছি। দর্শকের প্রত্যাশা আমার থেকে অনেকটা বেশি, তাঁদের নিরাশ করতে চাই না।”
অসহনীয় যন্ত্রণার কথা ভাগ করে নিয়ে গায়ক বলেন, “যেন শিরদাঁড়ায় কেউ সুচ বিঁধছে, এমন মনে হচ্ছিল। একটু নড়াচড়া করলেই যেন ব্যাথা আরও তীব্র হচ্ছে। মনে হচ্ছে সেটা আরও গভীরে প্রবেশ করছে। যদিও দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা উতরে যেতে পেরেছি।”
আপাতত বিছানাতেই বিশ্রামরত অবস্থায় রয়েছেন সোনু। জানা যায়, মঞ্চে গান গাইতে ওঠার আগেই অসুস্থবোধ করতে থাকেন তিনি। পরে গান গাওয়ার মাঝে আরও তীব্র হতে শুরু করে ব্যথা। তবে দর্শক এবং অনুরাগীদের স্বার্থে তিনি যে নিজের সাধ্যমতো চেষ্টা করে চলেছেন গান শেষ করার, তার জন্য গায়ককে কুর্নিশ জানিয়েছেন ভক্তরাও।