ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে প্যাক
১. হলুদ
প্রাচীনকাল থেকে ত্বকের বৃদ্ধির জন্য হলুদ বেশ পরিচিত একটি নাম। হলুদ রোদে পোড়া দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।
যা যা লাগবে
– ১ চা চামচ হলুদের গুঁড়ো
– ২ চা চামচ লেবুর রস
যেভাবে তৈরি করবেন
১) হলুদের গুঁড়ো এবং লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
২) এই প্যাকটি ত্বকে ব্যবহার করে ১৫ মিনিট অপেক্ষা করুন।
৩) শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।
কার্যকারিতা
এই প্যাকটি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। হলুদ ত্বকের কালো দাগ দূর করার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি করবে। তবে সেনসিটিভ ত্বকের অধিকারীরা সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। মুখে ব্যবহার করার আগে কানের পিছনে অল্প একটু প্যাক ব্যবহার করে প্যাচ টেস্ট করে নিন।
২. লেবুর রস
লেবু কমবেশি সবারই বাসায় থাকে। এই লেবুর রস ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে।
যা লাগবে
লেবুর রস
যেভাবে তৈরি করবেন
১) অর্ধেকটা লেবুর রস বের করে নিন।
২) লেবুর রসটি সম্পূর্ণ ত্বকে ব্যবহার করুন।
৩) এটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন।
৪) ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এটি একদিন পর পর ত্বকে ব্যবহার করতে পারবেন।