কলকাতা লেদার কমপ্লেক্স অঞ্চলটি ট্যানারি শিল্পের জন্য বিখ্যাত। এই অঞ্চলেই তৈরী হয় কোটি কোটি জুতো ও অন্যান্য চামড়ার জিনিস। কিন্তু এই অঞ্চলের সবচেয়ে সমস্যা ট্যানারি শিল্পের দুর্গন্ধ। আর সেই বিষ গন্ধে মৃত্যু হলো তিন সাফাই কর্মীর। ট্যানারির বর্জ্যে নেমে কাজ করার সময় পুরসভার তিন অস্থায়ী কর্মীর মৃত্যু। ৭ নম্বর জোনের ৭৭৪ নম্বর ট্যানারির ঘটনা। শ্বাসরোধ হয়েই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। সূত্রের খবর, ট্যানারির নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য এদিন সকালে কাজে নেমেছিল কয়েকজন শ্রমিক। তারমধ্যে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। চামড়া বর্জ্যের গন্ধেই শ্বাসরোধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পুলিশ তদন্ত শুরু করেছে।
কিভাবে ওই বিষাক্ত বাতাস ছড়িয়ে পড়লো তা নিয়ে সন্দীগ্ধ এলাকাবাসী ও পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ট্যানারির দায়িত্বে থাকা লোকজনের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপাউত্তেজনা তৈরি হয়েছে। মৃত্যুর দায় কার তা নিয়েও উঠছে প্রশ্ন। মৃত্যু হয়েছে, ফাইজান শেখ, হাজী সেখ, সুমন সর্দারের। এর মধ্যে দু’জনের বাড়ি মুর্শিদাবাদে বলে জানা যাচ্ছে। তিনজনেই একটি ট্যাঙ্কার পরিষ্কার করছিলেন বলে খবর। সূত্রের খবর, সেই সময় একটি ড্রেনে কাজ করার সময় বর্জ্যের মধ্যে ডুবে যায় তিনজনই। নোংরার মধ্যে মুহূর্তেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাঁদের। দ্রুত তাঁদের উদ্ধার করা হলেও আর বাঁচানো যায়নি। ইতিমধ্যে দাবি উঠেছে, ট্যানারি মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে। পুলিশের মধ্যস্থতায় আলোচনা শুরু হয়েছে।